কাজে ফাঁকি দিলেই শাস্তি সরকারি কর্মচারীদের! ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে জরিমানা

কাজে ফাঁকি দিলেই শাস্তি সরকারি কর্মচারীদের! ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে জরিমানা

government employees

কলকাতা: সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে কাজের প্রতি একটা গা ছাড়া মনোভাব দেখা যায়৷ খানিকটা যেন ‘আসি-যাই, মাইনে পাই’ ধাচের সংস্কৃতি গড়ে উঠেছে৷ সেই অচলায়তন ভাঙতেই ২০১৩ সালে জন-পরিষেবা অধিকার আইন এনেছিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্য ছিল, কোনও সরকারি দফতরে গিয়ে সাধারণ মানুষকে যেন হয়রান হতে না হয়৷ সেই সঙ্গে এই আইনে বলা হয়েছ, কাজের ক্ষেত্রে কোনও সরকার কর্মচারীর গাফিলতি ধরা পড়লে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে৷ কিন্তু, তাতে কর্ম সংস্কৃতিতে খুব বেশি হেরফের ঘটেনি৷ সরকারি কর্মচারীদের কাজের প্রতি একনিষ্ঠ করে তুলতে তাই কড়া হচ্ছে সরকার। এক হাজার টাকা থেকে বাড়িয়ে জরিমানার অঙ্ক ১০ হাজার টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্দেশে জন-পরিষেবা অধিকার আইনে একাধিক বদল বা সংশোধনী আনার তোড়জোড় শুরু করেছে রাজ্য প্রশাসন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =