সুখবর! আরও বাড়ল সরকারি কর্মচারীদের ‘অপশন’ দাখিলের সময়সীমা

সুখবর! আরও বাড়ল সরকারি কর্মচারীদের ‘অপশন’ দাখিলের সময়সীমা

fb6f65a68874b51ffbd6aaad8ae51bd2

কলকাতা: সরকারি কর্মচারীদের অপশন ফর্ম দাখিল করার সময়সীমা আরও কয়েকদিন বাড়ানো হল৷ অর্থ দপ্তর বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অপশন দেওয়া যাবে৷ এর আগে আরও একবার সময়সীমা বাড়িয়ে ২৪ ডিসেম্বরের পরিবর্তে আগ ১৫ জানুয়ারি করা হয়েছিল৷ তবে এক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পয়লা জানুয়ারি থেকেই নতুন বেতক্রম কার্যকর হবে৷

জানুয়ারির শেষ সপ্তাহেই সরকারি কর্মীদের ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টে বেতনের টাকা ঢুকে যাবে৷ তার আগে বেতনের বিল চূড়ান্ত করতে হবে৷ ইতিমধ্যেই অ্যালাওয়েন্স সংক্রান্ত ফান্ড জমা পড়েছে ডিডিও-দে অধীনে৷ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং কন্ট্রোলিং অফিসারদের  দ্রুত এই ফান্ড ই-বন্টন মডিউলে ছাড়পত্র দিতে বলা হয়েছে সরকারি নির্দেশিকায়৷ তাহলেই ডিডিও-রা ক্যাটাগরি অনুযায়ী আলাওয়েন্স নির্ধারণ করতে পারবেন৷  সরকারি সূত্রে বলা হচ্ছে, এখন পুরো প্রক্রিয়াটি এইচআরএমএস পোর্টালের মাধ্যমে অনলাইনে হয়৷ তাই ২০ জানুয়ারির মধ্যে অপশন দিলেও বেতনের বিল চূড়ান্ত করতে সমস্যা হবে না৷

গত ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ এর ডিসেম্বর মাসের মধ্যে কোন সময় থেকে সরকারি কর্মী নতুন হারে বেতন চাইছেন, সেটা তাঁকে অপশন দিয়ে জানাতে হবে৷ ২০১৬ সালের জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর হচ্ছে, এটা সরকার ধরে নিলেও ওই সময় থেকে কোনও বকেয়া দেওয়া হচ্ছে না৷ তবে কর্মীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী সময় বেছে নিলে কিছুটা বেশি হারে নতুন মূল বেতনের সুযোগ পেতে পারেন৷ সেক্ষেত্রে ২০১৬-র জানুয়ারির পর কর্মীরা কোনও প্রোমোশন পেলে বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের সুবিধা পেলে, তারা উচ্চতর বেতনের আওতায় পড়বেন৷ ফলে ওই সময়ের পর নতুন বেতনক্রমের অপশন দিলে তাঁর আর্থিক লাভ হবে৷ কারণ আগের বেতন হারের ভিত্তিতে জানুয়ারি থেকে নতুন বেতন হার নির্ধারণ হবে৷

সরকারি কর্মীকে এইচআরএমএস পোর্টালে গিয়ে অপশন দিতে বলা হয়েছে৷ যে কর্মীরা অনলাইনে অপশন দিতে পারবেন না, তাঁরা ফর্ম জমা দেবেন৷ ওই ফর্ম দপ্তর থেকেই অনলাইনে  আপলোড করে দেওয়া হবে৷ সরকারি অফিসে আগে অনলাইনে এইচআরএমএস পোর্টালে ‘ওয়র্ক ফ্লো’ ব্যবস্থা চালু করতে হয়েছে৷ তারপর কর্মীরা অপশন দেওয়ার সুযোগ পেয়েছেন৷ এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে৷ তাই দুই দফায় অপশন দেওয়ার সময়সীমা বাড়াতে হয়েছে৷

রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের শেষ কাজের দিনের আগের দিন বেতনের টাকা ঢোকে৷ জানুয়ারির ৩০ ও ৩১ তারিখ ছুটি হওয়ায় শেষ কাজের দিন ২৯ তারিখ৷ তাই ২৮ জানুয়ারির মধ্যে বেতন চলে আসার কথা৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার আগে ট্রেজারি থেকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে, কর্মী কত টাকা বেতন হাতে পাচ্ছেন৷ সুতরাং, জানুয়ারির শেষ সপ্তাহে সরকারি কর্মীরা নতুন বর্ধিত বেতন কত হল, সেটা জেনে যাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *