গানের লাইন মনে নেই? এবার আপনার পছন্দের সেই গান খুঁজে দেবে গুগল

অনেক সময় এমন হয়, প্রিয় গানের নাম মনে পড়ে না, বা লিরিক্স ভুলে যাই আমরা।

 

ক্যালিফোর্নিয়া: অনেক সময় এমন হয়, প্রিয় গানের নাম মনে পড়ে না, বা লিরিক্স ভুলে যাই আমরা। মনে থাকে শুধু সুর। প্রচুর চেষ্টা করেও পছন্দের গান খুঁজে বের করা যায় না। খারাপ লাগে। কিন্তু আপনার খারাপ লাগে বেশি দিন সহ্য করলো না গুগল। অভিনব পন্থা নিয়ে এলো। গানের লাইন ভুলে গেছেন, বা গানের নাম মনে পড়ছে না? কোনও অসুবিধা নেই। এবার গুনগুন করে বা সিটি বাজিয়ে গানের সুর দিয়ে খুঁজে নেওয়া যাবে পছন্দের গান। খুঁজে দেবে গুগল।

কি করে সম্ভব এটি? কেউ যদি কোন গান ভুলে গিয়ে থাকেন, তিনি গুগলে সার্চ করার সময় বলবেন, ‘হোয়াটজ দ্য সং?’ তারপর ১০-১৫ সেকেন্ড নিজের মনে থাকা সুর গুনগুন করতে থাকবেন। ফোনের গুগল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও নিয়ম একই। এইভাবে কিছু সেকেন্ডের মধ্যেই আপনার প্রিয় গান খুঁজে দেবে গুগল। আপাতত ইংলিশ সহ ২০ ভাষায় গান খোঁজা যাবে। পরবর্তী ক্ষেত্রে আরও ভাষা সংযুক্ত করা হবে বলে জানানো হয়েছে গুগলের তরফে। 

গুগল সার্চের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কৃষ্ণা কুমার জানাচ্ছেন, গুনগুন বা সিটির আওয়াজ শুনে মোটামুটি একটা তালিকা দিয়ে দেওয়া হবে গ্রাহকদের। সেখান থেকে নিজেদের পছন্দের গান বেছে নিতে পারবেন তারা। যেমন, গানের আর্টিস্ট, মিউজিক ভিডিও, লিরিক্স, সবকিছুই দিয়ে দেওয়া হবে তালিকায়। সেখান থেকে নিজের পছন্দের গান খুঁজে নিতে খুব একটা অসুবিধা হবে না গ্রাহকের। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনও গান নিজে শিসের দ্বারা বা সুরের দ্বারা শোনেন তাহলে আপনি চিনতে পারবেন সেই গানটি। একইভাবে, আমাদের মেশিন লার্নিং মডেলগুলি গানের স্টুডিও-রেকর্ড করা সংস্করণের সুরকে স্বীকৃতি দেবে যা কোনও অডিওর সাথে মিলিয়ে ব্যবহার করা যায়। আসলে গুগলের কাছে গানের মেলোডি ফিঙ্গারপ্রিন্টের মত। প্রত্যেক গানের ক্ষেত্রে তার মেলোডি আলাদা। সেই কারণেই এই ভাবে গুগলে গান খোঁজা খুবই সহজ হয়ে উঠবে বলে ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + five =