করোনা রোগের পূর্ণাঙ্গ তথ্য দেবে Google-এর নয়া ওয়েবসাইট

করোনা রোগের পূর্ণাঙ্গ তথ্য দেবে Google-এর নয়া ওয়েবসাইট

ওয়াশিংটন: করোনার তথ্য সংক্রান্ত একটি পূর্নাঙ্গ ওয়বসাইট তৈরি করল গুগল। গত সপ্তাহেই গুগলের অভিভাবক  অ্যালফাবেটের-ই অপর এক সংস্থা 'ভেরিলি' এমনই একটি ওয়েবসাইট তৈরি করছে তবে তার পরীক্ষামূলক হিসেবে ছোটো সংস্করণ।

গুগলের নতুন ওয়েবসাইট google.com/covid19/ -এ করোনা সম্পর্কে সমস্ত সাম্প্রতিক তথ্য পাওয়া যাচ্ছে। কোভিড-১৯ ভাইরাসটি কেমন, কিভাবে না ছড়িয়ে পড়ছে এইসমস্ত তথ্য দেওয়া হয়েছে। এই সাইটের হোম পেজে রোগটির উপসর্গ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে আলাদা ট্যাবও দেওয়া হয়েছে। পাশাপাশি করোনার 'কিউ' ও 'এ' ট্যাবের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্টকাট একটি লিংকও দেওয়া আছে। এছাড়াও এই ওয়েবসাইটে সিডিসি ও হু-এর করোনা প্রতিরোধের টিপসের ইউটিউব ভিডিও দেখা যাবে। করোনা ভাইরাসের তথ্য অনুসন্ধানের জন্য সার্চ ও ট্রেন্ডের মত বিষয়গুলি ও আছে।

করোনার মত মহামারী মোকাবিলা করতে এবং বাড়ি থেকে বেশিরভাগ কাজ করার জন্য এই সাইটে কিছু ইউটিউব ভিডিও দেখতে পারেন আগ্রহী গ্রাহকেরা। গুগলের এই তথ্যকেন্দ্রে শুধুমাত্র আমেরিকার রাজ্যভিত্তিক স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাচ্ছে। সাইটের নীচে ড্রপডাউন মেনু থেকে আমেরিকার বাসিন্দারা নিজের রাজ্যটি বেছে নিতে পারবেন এবং এখান থেকে তাদের জন্য নির্দিষ্ট স্বাস্থ্যসম্পর্কিত সাইটগুলির নির্দেশিকা দেওয়া হবে। যদিও গুগলের এই ওয়েবসাইট থেকে কোন স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পাওয়া যাবে না যেমনটা ট্রাম্প দাবি করেছিলেন।

ভেরিলি'র পাইলট ওয়েবসাইটটি এই সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছিল তবে উত্তর ক্যালিফোর্নিয়ায় কেবলমাত্র দুটি অঞ্চলের জন্য। এই ওয়েবসাইটটি সেখানকার বাসিন্দাদের জন্য বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষার সুবিধা দিয়েছে, অর্থাৎ সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। একদিনেই ওয়েবসাইটটি বুকিংয়ের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ভেরিলি জানিয়েছে খুব তাড়াতাড়ি তাদের আরও পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত কর্মসূচির পরিধি আরও বেশি অঞ্চলে প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 5 =