নয়াদিল্লি: করোনার জেরে নেওয়া হয়েছে সতর্কতা। উৎসব, অনুষ্ঠানও বন্ধ রাখা হচ্ছে। সব মিলিয়ে তার প্রভাব পড়ছে বাজারে। বাদ পড়েনি সোনার বাজারও। শেষ কয়েকদিন ধরেই দাম কমছে সোনার।
মুম্বই জুয়েলারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কুমার জৈন জানিয়েছেন, করোনা ভাইরাসের জেরে প্রভাব পড়েছে সোনার বাজারে। করোনাকে কেন্দ্র করে গুজবও ছড়াচ্ছে। ক্রেতারা বাড়ির বেরোচ্ছেন না বলে এই পরিস্থিতির তৈরি হয়েছে। কল্যাণ জুয়েলার্সের তরফে রমেশ কল্যাণরমণ জানিয়েছেন, বিভিন্নভাবে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে। উৎসব, অনুষ্ঠানও বন্ধ রাখা হচ্ছে। করোনা নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে বলেই সোনার বাজারে ধস নেমেছে বলে মনে করছেন তিনি।
সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪২ হাজার ৮০০ টাকা ও ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪৩ হাজার ৮০০ টাকা। মঙ্গলবার ২২ ক্যারেট সোনা ৪২ হাজার ৮০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনা ৪৩ হাজার ৮০০ টাকা। বুধবার ২২ ক্যারেট সোনা ৪২ হাজার ৬৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনা ৪৩ হাজার ৬৫০ টাকা। বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনা ৪২ হাজার ৪৫০ টাকা ২৪ ক্যারেট সোনা ৪৩ হাজার ৪৫০ টাকা। শুক্রবার ২২ ক্যারেট সোনা ৪১ হাজার ২০ টাকা ও ২৪ ক্যারেট সোনা ৪২ হাজার ২০ টাকা। শনিবার ২২ ক্যারেট সোনা ৪০ হাজার ১৬০ টাকা ও ২৪ ক্যারেট সোনা ৪১ হাজার ১৬০ টাকা। রবিবার ২২ ক্যারেট সোনা ৪০ হাজার ১৭০ টাকা ও ২৪ ক্যারেট সোনা ৪১ হাজার ১৭০ টাকা। সোমবার ২২ ক্যারেট সোনা ৪০ হাজার ২০০ টাকা ও ২৪ ক্যারেট সোনা ৪১ হাজার ২০০ টাকা। মঙ্গলবার ২২ ক্যারেট সোনা ৩৯ হাজার ২০০ টাকা ও ২৪ ক্যারেট সোনা ৪০ হাজার ২০০ টাকা। বুধবার ২২ ক্যারেট সোনা ৩৯ হাজার ৯০০ টাকা ও ২৪ ক্যারেট সোনা ৪০ হাজার ৯০০ টাকা।
বুধবার ভারতের বৃহত্তম শহরগুলির মধ্যে মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার দাম ৩৯ হাজার ৯০০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম ৪০ হাজার ৯০০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ৪০ হাজার ২৫০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম ৪১ হাজার ৪৫০ টাকা। বেঙ্গালুরুতে ২২ ক্যারেট সোনার দাম ৩৮ হাজার ৫৫০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম ৪২ হাজার ৫০ টাকা। কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৪০ হাজার ৩৫০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম ৪১ হাজার ৭৫০ টাকা। আজ কলকাতায় ২৪ কেডিমায় ১০ গ্রাম সোনার দাম ৪১ হাজার ৮৩০টাকা৷ ২২ কেডিমায় ১০ গ্রাম সোনার দাম ৩৯ হাজার ৬২০টাকা৷