চৈত্র সংক্রান্তিতে ধামাকা! ৭৬০০ টাকা কমল সোনার দাম, তাড়াতাড়ি কিনে ফেলুন

চৈত্র সংক্রান্তিতে ধামাকা! ৭৬০০ টাকা কমল সোনার দাম, তাড়াতাড়ি কিনে ফেলুন

3 stocks recomended

gold price

মুম্বই: মার্চ মাসের গোড়া থেকেই হু হু করে বাড়তে শুরু করেছিল হলুদ ধাতুর দাম৷ গোটা মাস জুড়ে একেবারে বেলাগাম বৃদ্ধি পায় সোনার দাম। চৈত্র সংক্রান্তিতে পৌঁছে অবশেষে মিলল স্বস্তি৷ একধাক্কায় সাড়ে ৭ হাজার টাকা কমল সোনার দাম। শনিবার অনেকটা কমেছে রুপোর দামও৷ রুপোর দাম কমেছে ১ হাজার টাকা। পয়লা বৈশাখে যদি কারোর সোনা কেনার পরিকল্পনা থাকে, কিংবা সামনেই বিয়ে থাকে, তবে আর সময় নষ্ট না করে আজই ঝটপট কিনে ফেলুন৷ 

১৩ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৬৬৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৬ হাজার ৫০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় প্রায় ৭০০ টাকা কমেছে সোনার দাম। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬৫ হাজার টাকা৷ শুক্রাবারের তুলনায় ৭ হাজার টাকা কম৷ 

অন্যদিকে, আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,২৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৭২ হাজার ৫৫০ টাকা। গতকালের চেয়ে ৭৬০ টাকা কম৷ ১০০ গ্রাম সোনার দাম ৭৬০০ টাকা কমে হয়েছে ৭ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা।

গতকালের তুলনায় আজ কমেছে রুপোর দামও৷ শনিবার ১০০ গ্রাম রুপোর দাম ৮,৫৫০ টাকা। ১কেজি রুপোর দাম ৮৫ হাজার ৫০০ টাকা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =