করোনা কোপে ৩ হাজার টাকা কমল সোনার দাম, সস্তা রুপো

করোনা কোপে ৩ হাজার টাকা কমল সোনার দাম, সস্তা রুপো

কলকাতা: করোনা আতঙ্ক জাঁকিয়ে বসেছে গোটা বিশ্বজুড়ে৷ আর তার জেরে শেয়ার বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা৷ শেয়ার বাজার পড়তেই হু হু করে চড়তে শুরু করেছিল সোনার দর৷ বাংলায় ১০ গ্রাম সোনার দাম কিছুদিন আগে দাঁড়িয়েছিল ৪৫ হাজার টাকা৷ কিন্তু, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায়  সাড়ে ৩ হাজার টাকা কমল সোনার দাম৷ রুপো কেজিতে ৭ হাজার টাকা কমেছে৷ কিন্তু, হঠাৎ কেন এই অবস্থা?

বাজার বিশেষজ্ঞরা বলছেন, গত সাত বছরে সোনার দামে এত দ্রুত পতন দেখা যায়নি৷ সোনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপোর দাম৷ এক সপ্তাহে রুপোর দাম সাত হাজার টাকা কমেছে৷ কিন্তু, দাম কমলেও ক্রেতার আভাব৷ কেননা, বাজারের অবস্থা দেখে সোনা কিনে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না অনেকেই৷

সোনার দাম বিগত কয়েক মাস ধরে উর্ধ্বমুখী হয়ে রয়েছে৷  আমেরিকার সঙ্গে চিনের মধ্যে বাণিজ্যযুদ্ধের মধ্যেই আচমকা করোনা থাবা বিশ্ববাজারে বড়সড় প্রভাব ফেলেছে৷ মুখ থুবড়ে পড়েছে ভারতীয় শেয়ার বাজার৷ এতদিন বিনিয়োগকারীরা  শেয়ার বাজার ছেড়ে ঝুঁকছিলেন সোনার উপর৷ সোনাকে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে মনে করা চলছি কেনার হিড়িক৷ আর তার জেরে গত ৬ মার্চ ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম বাংলায় দাঁড়িয়েছিল ৪৫ হাজার৷ কেজি প্রতি রুপোর দাম ওঠে ৪৭ হাজার৷ কিন্তু, গত শনিবার বাজার বন্ধ হওয়ার সময় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়ায় ৪১ হাজার ৬৪৫ টাকা৷ বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি পর বাজারে নগদ জোগানে টান পড়েছে৷ বিনিয়োগকারীরাও ভরসা পাচ্ছেন না৷ ফলে, তাঁরা আপাতত বিনিয়োগ বন্ধ রাখছেন৷ আর তার জেরেই সোনার দামে এত পতন বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 2 =