গোদরেজ পরিবারের ১২৭ বছরের রাজপাটে চিড়, ভাগ হয়ে গেল ৫৯০০০ কোটির সম্পত্তি!

গোদরেজ পরিবারের ১২৭ বছরের রাজপাটে চিড়, ভাগ হয়ে গেল ৫৯০০০ কোটির সম্পত্তি!

নয়াদিল্লি: ভেঙে গেল গোদরেজ গোষ্ঠী। ১২৭ বছরের পুরনো এই ভারতীয় শিল্প সংস্থার অধীনে এত দিন একসঙ্গে কাজ করত গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ এবং গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের একাধিক সংস্থা। সম্প্রতি একটি বিবৃতি দিয়ে গোদরেজ গোষ্ঠীর তরফে জানিয়ে দেওয়া হল, এই সমস্ত সংস্থাগুলিকে নিজেদের মধ্যে দু’টি ভাগে বাঁটোয়ারা করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গায়ের মাথার সাবান থেকে চুলের কলপ, ঘরের তালা, ফ্রিজ, বিভিন্ন আসবাব থেকে নির্মাণ ব্যবসা রয়েছে গোদরেজের। টাটা গোষ্ঠীর মতো গোদরেজও পরিবার নিয়ন্ত্রিত একটি পারিবারিক ব্যবসায়িক গোষ্ঠী। এই সংস্থার পথ চলা শুরু হয়েছিল ১৮৯৭ সালে উকিল থেকে ব্যবসায়ী হওয়া আর্দেশির গোদরেজের হাত ধরে। বংশ পরম্পরায় বর্তমানে সেই ব্যবসার মাথায় ছিলেন আদি এবং নাদির গোদরেজ (বুর্জর গোদরেজের সন্তান) ও জামশিদ এবং স্মিতা গোদরেজ ক্রিশনা (নাভাল গোদরেজের সন্তান)-এর হাতে।

এবার থেকে আদি গোদরেজ এবং তাঁর ভাই নাদিরের হাতে থাকবে Godrej Industries৷ এর অধীনে পাঁচটি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত। অন্যদিকে, তাঁদের তুতো ভাই এবং বোন জামশেদ এবং স্মিতার হাতে থাকবে শেয়ার বাজারে নথিভুক্ত না থাকা Godrej & Boyce এবং সহয়াক সংস্থাগুলি৷ যার মধ্যে একটি ল্যান্ড ব্যাঙ্ক এবং মুম্বইয়ের বেশ কিছু বহুমূল্য সম্পত্তিও রয়েছে।  অর্থাৎ এই ভাগ বাটোয়ারায় একদিকে থাকবেন ৮২ বছর বয়সি আদি এবং ৭৩ বছরের নাদির গোডরেজ, অন্য দিকে, ৭৫ বছর বয়সি জামশেদ এবং ৭৪ বছর বয়সি স্মিতা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *