টিকিট পেলেই পাঁচতারা হোটেলে ছোটেন নেতারা! কংগ্রেসের হারের ব্যাখ্যা দিলেন আজাদ

কংগ্রেসের গুলাম নবি আজাদ বিক্ষুব্ধ নেতা হিসেবেই পরিচিত।

নয়াদিল্লি: কংগ্রেসের গুলাম নবি আজাদ বিক্ষুব্ধ নেতা হিসেবেই পরিচিত। বিগত কয়েক মাসে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। যদিও সম্প্রতি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর তৈরি করা বিশেষ ৩ কমিটির একটিতে জায়গা পেয়েছেন গুলাম। তবে তার পরেও কংগ্রেসের আভ্যন্তরীণ সমস্যার কথা ব্যক্ত করতে পিছু হটছেন না তিনি। যদিও গান্ধী পরিবারকে ক্লিনচিট দিয়েছেন গুলাম নবি আজাদ। তবে কংগ্রেস নেতাদের তুলোধনা করেছেন তিনি।সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দল প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছেন তিনি।

আজাদের কথায়, সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচন নিয়ে বেশ কয়েকটি নির্বাচনে খারাপ ফল করেছে কংগ্রেস, তার জন্য দায়ী দলের একাংশ নেতাদের মানসিকতা। তাঁর বক্তব্য, দলের নেতারা টিকিট পেলেই আগে পাঁচতারা হোটেলের রুম বুক করেন। এসি গাড়ি ছাড়া কোথাও যান না, এমনকি যে রাস্তায় খানাখন্দ রয়েছে, সেই রাস্তাতেও ঢোকেন না। এইভাবে নির্বাচনে জেতা যায় না বলে দাবি করেছেন আজাদ। তাঁর স্পষ্ট বক্তব্য, পাঁচতারা হোটেলে থেকে নির্বাচনে ভালো ভালো করা যায় না। কংগ্রেস নেতাদের এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। যতদিন না পর্যন্ত এই মানসিকতার বদন ঘটবে, কতদিন পর্যন্ত কংগ্রেসকে প্রতিকার নির্বাচন এই ভাবেই হারতে হবে বলে মন্তব্য করেছেন আজাদ। 

 

এদিকে গান্ধী পরিবারকে ক্লিনচিট দিয়ে আজাদ বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির জন্য গান্ধী পরিবারের এই মুহূর্তে কিছু করার নেই। তবে তাঁদের যা দাবি ছিল, সেই দাবি তাঁরা মেনে নিয়েছেন বলেই জানান আজাদ। একইসঙ্গে দাবি করেন, দলে কোন বিক্ষুব্ধ নেতা নেই, কারণ দলের মধ্যে কারো সঙ্গে কারোর বিরোধ নেই। শুধুমাত্র কয়েকটি বিষয় পরিবর্তন আনার কথা বলা হয়েছিল। এখানে কেউ কাউকে ছেঁটে ফেলতে চায় না। তবে নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলের পেছনে সব চেয়ে বড় কারণ দলীয় নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের দূরত্ব, এমনটাই মত গুলাম নবি আজাদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 8 =