ghatal master plan
কলকাতা: সংসদে দাঁড়িয়ে একাধিকবার ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলতে শোনা গিয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে৷ কিন্তু গত দশ বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের কোনও অগ্রগতি হয়নি৷ সংসদের বাজেট অধিবেশনের শেষ দিনেও এই প্রকল্পের কথা বলেছিলেন দেব৷ এরই মাঝে জল্পনা ছিল, আসন্ন লোকসভা ভোটে তাঁর লড়াই নিয়ে। দেব যে আর ভোটে দাঁড়াতে চাইছেন না, সেই ইঙ্গিত মিলেছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বরফ গলে৷ আর এবার দেব আর ঘাটাল মাস্টার প্ল্যান যেন সমার্থক হয়ে গেল। কেন্দ্রের উপর ভরসা নয়, দেবের আবদার মেনে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নিলেন খোদ মুখ্যমন্ত্রী৷
লোকসভা নির্বাচনের আগে দেবকে সামনে রেখে কার্যত মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার আরামবাগের সভা থেকে তাঁর ঘোষণা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বও নেবে রাজ্য৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ”দেব যখন আবদার করেছে, তখন রাজ্য সরকারই এই কাজ করবে৷ কেন্দ্রের উপর আর ভরসা নয়। দেবই চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান।” প্রসঙ্গত, এই প্রকল্প বাস্তবায়িত হলে আর বানভাসি হতে হবে না ঘাটালকে৷