তিন দিন পরেও জলযন্ত্রণায় ঘাটল, একতলা বড়ির ছাদ ছোঁয়া জল, পথ এখন নদী

তিন দিন পরেও জলযন্ত্রণায় ঘাটল, একতলা বড়ির ছাদ ছোঁয়া জল, পথ এখন নদী

ঘাটাল:  পশ্চিম মেদিপুরের এখনও ভয়াবহ বন্যা পরিস্থিতি৷ ঘাটালে বহু এলাকা জলের তলায়৷ চলছে নৌকা ও স্পিড বোট৷ ঘাটাল শহরের বেশ কিছু জায়গায় এখনও একতলা বাড়ির ছাদ ছুঁই ছুঁই জল৷ শহরের মধ্যে দিয়ে চলছে নৌকা৷ নৌকাই এখন যাতাযাতের একমাত্র মাধ্যম৷ 

আরও পড়ুন- যেমনটা আশা করা হেয়েছিল, তেমনটাই হয়েছে, ভবানীপুরের ফল নিয়ে বিস্ফোরক দিলীপ

শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল পুরসভা৷ ঘাটাল বাজারে দোকানগুলির অর্ধেক অংশই  দলে ডুবে রয়েছে৷ আশেপাশের বাড়িগুলির বেশিরভাগটাই জলের তলায়৷ রাস্তার নাম বদলে হয়েছে নৌকা ঘাট৷ এখান থেকেই সরকারি নৌকা করে গ্রামে গ্রামে যেতে হচ্ছে মানুষকে৷ আজই ঘাটাল পরিদর্শনে আসবেন দেব৷ ঘাটালের শহরের অবস্থা যা, তার চেয়েও খারাপ পরিস্থিতি গ্রামে৷ ত্রাণ সামগ্রী পৌঁছলেও অধিকাংশ গ্রামেই পানীয় জল নেই৷ ফলে ত্রাণের উপরেই পুরোপুরি নির্ভর করতে হচ্ছে মানুষকে৷ গত তিন মাসে এখানে চারবার বন্যা হল৷ গত তিন মাস ধরে এখানকার মানুষকে জল যন্ত্রণা সহ্য করতে হচ্ছে৷ রাস্তায় প্রায় ৮ থেকে ৯ ফুট জল জমে রয়েছে৷ একজন মানুষ পুরোটাই জলে ডুবে যাবে৷ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কিছু জায়গায় দোকানের কোনও অস্তিত্ব নেই৷ শুধুমাত্র সাইন বোর্ড বলে দিচ্ছে এখানে একটা দোকান ছিল৷ 

ঘাটালের মানুষ এই জল যন্ত্রণায় অভ্যস্ত৷ তাই তাঁরা অনেকেই ব্যক্তিগতভাবে নৌকার ব্যবস্থাও করে রাখেন৷ প্রয়োজনে ছোট নৌকা করে তাঁরা উঁচু জায়গায় দোকান বাজারে যাচ্ছে৷ মানুষ এখন ঠাঁই নিয়েছে বাড়ির ছাদে৷ বন্যার পর তিন দিন কেটে গিয়েছে৷ জল কিছুটা হলেও নামতে শুরু করেছে৷ তবে পরিস্থিতি এখনও জলময়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 19 =