five shares
নয়াদিল্লি: বাম্পার রিটার্ন পেতে শুক্রবার কোন কোন শেয়ারের দিকে থাকবে নজর? মাত্র ১২ টাকার শেয়ারে বড়লোক হওয়ার সুযোগ! তাছাড়া স্মল নাকি লার্জ ক্যাপ? কী ধরনের কোম্পানির স্টকে দেখা যাবে বুলিশ ট্রেন্ড?
তথ্য বলছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দুর্দান্ত পারফরম্যান্স করেছে শেয়ার বাজার। গত ৬ দিনে অন্তত 2 বার ৭৫ হাজারের গন্ডি স্পর্শ করেছে সেনসেক্স। নিফটির সূচক তেইশ হাজার ছুঁইছুঁই। বুধবার বাজার বন্ধ হওয়ার সময় ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়েছিল ৪৯০৫৭-তে। তারপর ইদ উপল্যক্ষে একদিন বন্ধ থাকার পর শুক্রবার ফের খুলেছে শেয়ার বাজার। ব্রোকারেজ ফার্মগুলির দাবি, গত 3-4 দিনে মোটা টাকা ফেরত দিয়েছে মিড ক্যাপ কোম্পানি। এদিনো সেই ধারা অব্যাহত থাকতে পারে। ৫০০ থেকে ১৫০০ টাকার স্টকে বেশি করে নজর রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভোডাফোন আইডিয়া, ইমামি, উইপ্রো এবং লার্সেন অ্যান্ড টুব্রো।
তবে স্টক মার্কেটে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে নিজের দায়িত্বে স্টকে লগ্নি করুন। বিস্তারিত জানতে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।