port competition
কলকাতা: আলো দিয়ে সেজে উঠবে হাওড়া ব্রিজ৷ আলোর রোশনাই-এ মাদকতা বাড়াবে গঙ্গা পাড়ের সৌন্দর্য৷ সেতুর পাশপাশি নদী পাড়ের বিভিন্ন অংশকে আলোকিত করে সৌন্দর্যায়নের পরিকল্পনা করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ। হাওড়া সেতু ও গঙ্গার পাড়কে আলোয় আলোয় ভরাতে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। সেই প্রতিযোগিতায় জমা পড়া পরিকল্পনাগুলি থেকে বেছে নেওয়া হবে সেরাগুলিকে৷ তারপর ৩ থেকে ৬ মাসের মধ্যে তা বাস্তবায়িত করার কাজ শুরু হবে। এই প্রতিযোগিতার জয়ী পাবেন ৩ লক্ষ টাকার আর্থিক পুরস্কার৷ এছাড়াও থাকছে এক লক্ষ টাকার আরও দু’টি পুরস্কার। কোনও স্থপতি, স্থপতি সংস্থা, স্থাপত্য ও ডিজাইন শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের শিক্ষার্থী অথবা এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী সকলেই অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন জানাতে হবে ২৪ নভেম্বরের মধ্যে৷
জানা গিয়েছে, হাওড়া ব্রিজ এবং সংলগ্ন গঙ্গাপাড় থেরে একবারে বিদ্যাসাগর সেতু পর্যন্ত টানা অংশ আলো দিয়ে সাজাতে উদ্যোগী হয়েছে বন্দর কর্তৃপক্ষ। কতটা ইউনিকভাবে সেই সৌন্দর্যায়ন করা যায়, তার জন্যেই এই প্রতিযোগিতার আয়োজন। হাওড়া ব্রিজে প্রথম আলোর সাজে সেজে ওঠে ২০০৬ সালে। প্রয়াত আলোকশিল্পী তাপস সেনের হাতে সেজেছিল রবীন্দ্র সেতু৷ তবে তিনি সাধারণ আলোর ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে হাওড়া সেতুকে নতুন করে ‘এলইডি’ আলোতে সাজিয়ে তোলা হয়। যার উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এখন প্রতিদিন রাতেই কিছু সময়ের জন্য আলো ঝলমল করে ওঠে হাওড়া ব্রিজে। বিশেষ দিনগুলিতে থাকে বিশেষ চমক। হাওড়া ব্রিজের আলোকসজ্জাকে আরও নজর কাড়া করতে আগেই জাহাজ মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। এবার প্রতিযোগিতার আয়োজন করা হল। এর মাধ্যমে সৌন্দর্যায়নের পরিকল্পনাকে আরও অভিনবত্বের মোড়কে সাজাতে চাইছে বন্দর কর্তৃপক্ষ।