বাংলায় দাঁড়িয়ে তৃণমূলকে দিলেন ‘খেলা শেষে’র হুঁশিয়ারি গৌতম গম্ভীরের!

বাংলায় দাঁড়িয়ে তৃণমূলকে দিলেন ‘খেলা শেষে’র হুঁশিয়ারি গৌতম গম্ভীরের!

ce14b258b9e269d580d143008787bc8a

 

বাঁকুড়া: বাংলার মানুষের অতি পরিচিত মুখ তিনি। বাংলার সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছেন টানা সাত বছর। তার নেতৃত্বেই সাফল্যের শিখরে পৌঁছে ছিল কেকেআর। কথা হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে। তবে ক্রিকেটার গৌতম গম্ভীর নন, এখন সংবাদের শিরোনামে রাজনীতিবিদ গৌতম গম্ভীর। বাংলায় ভারতীয় জনতা পার্টির অন্যতম তারকা প্রচারক তিনিই। জেলায় জেলায় প্রচার করে নিখাদ বাংলাতেই বললেন, “এবার টিএমসির খেলা শেষ হবে।”

বাংলার সঙ্গে গৌতমের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে তাকে তারকা প্রচারক হিসেবে বাংলায় নিয়ে এসেছে বিজেপি। বৃহস্পতিবার বিজেপি সাংসদ গৌতম গম্ভীর দক্ষিণবঙ্গের তিন জেলার প্রচারে যোগ দেন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভা, হুগলির চুঁচুড়ায় জনসভা এবং বাঁকুড়ার সোনামুখিতে গেরুয়া শিবিরের বড় রোড শো-তে যোগ দেন তিনি। তারকা ক্রিকেটার তথা ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ গৌতম এবারে বাংলায় বিজেপি সরকারের গঠন নিয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী।

এদিন বাঁকুড়ার সোনামুখি বিধানসভা কেন্দ্রের রোড শো-তে বিপুল মানুষের জনসমাগম দেখে তিনি জানান, “বাংলার মানুষ মনস্থির করে ফেলেছেন। ২ মে’র পর বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আর ভবিষ্যতে বাংলা সোনার বাংলা হবে।” আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার কাপজয়ী অধিনায়ক গম্ভীরের স্থির বিশ্বাস, বাংলায় বিজেপি ২০০-রও বেশি আসন পার করবে। বাইশ গজের চৌহদ্দি পেরিয়ে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে পোড়-খাওয়া রাজনীতিবিদদের মতোই জানালেন, “আমার পুরো বিশ্বাস আছে, এইবার টিএমসির খেলা শেষ হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *