আম্বানিকে পিছনে ফেলে ফের এশিয়ার সবচেয়ে ধনী আদানি

আম্বানিকে পিছনে ফেলে ফের এশিয়ার সবচেয়ে ধনী আদানি

3 stocks recomended

gautam adani

নয়াদিল্লি:  পিছিয়ে গিয়েও ফের প্রথম গৌতম আদানি৷ সম্পদের দৌড়ে পিছনে ফেললেন শিল্পপতি মুকেশ আম্বানিকে৷

হিন্ডেনবার্গ মামলায় গৌতম আদানিকে নিয়ে যখন ব্যপক চর্চা চলছে, তখন ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা ছিনিয়ে নিলেন আদানি। শুধু তাই নয়,  বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায় দ্বাদশ স্থানে পৌঁছলেন আদানি গোষ্ঠীর কর্তা৷  গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পদ বেড়েছে ৭.৬ বিলিয়ন ডলার। যার জেরেই ১৪ নম্বর থেকে ১২ নম্বরে উঠে আসেন তিনি৷  ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, গৌতম আদানির মোট সম্পদ ৯৭.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সেখানে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৯৭ বিলিয়ন ডলার৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =