নয়াদিল্লি: জেফ বেজস, এলন মাস্ককে পিছনে ফেলে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় উপরে উঠে এলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি৷ ২০২১ সালে তাঁর সম্পত্তির খতিয়ান বলছে, গৌতম আদানির সম্পত্তি পরিমাণ বেড়েছে ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পত্তি বৃদ্ধির জেরেই জেফ বেজস, এলন মাস্ক এবং বার্নার্ড আর্নল্টকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি।
আরও পড়ুন- কোভিড গ্রাফ আজ অনেকটাই নিয়ন্ত্রণে দেশে, কমল সক্রিয় রোগী
সম্পদ বৃদ্ধির নিরিখে গৌতন আদানি এই তিন ধনকুবেরকে পিছনে ফেললেও, মোট সম্পত্তির বিচারে এখনও কিন্তু এগিয়ে রয়েছে মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০৩ বিলিয়ন মার্কিন ডলার। বছরের হিসাবে তাঁর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ২৪%। তবে গত বছর ব্যবসায় সবচেয়ে বেশি লাভবান শিল্পপতি কিন্তু গৌতম আদানি৷ এক বছরে তাঁর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ বছরে ৪৯ বিলিয়ন ডলার। মুকেশ আম্বানি দেশের ধনীতম ব্যক্তি হলেও, গত দশ বছরে রেকর্ড গড়ে আদানির সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১,৮৩০ গুণ। সেখানে গত দশ বছরে মুকেশ আম্বানির সম্পত্তি বৃদ্ধির পরিমাণ মাত্র ৪০০ গুণ। অর্থাৎ গত দশ বছরে সম্পত্তি বৃদ্ধির নিরিখে মুকেশ আম্বানিকেও পিছনে ফেলে দিয়েছেন গৌতম আদানি। তবে মোট সম্পদের বিচারে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছেন আদানি। মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১০৩ বিলিয়ন মার্কিন ডলার৷ সেখানে গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ৮১ বিলিয়ন মার্কিন ডলার।
গত একবছরে জোড় টক্কর হয়েছে দুই শিল্পপতির মধ্যে৷ সম্পদ বৃদ্ধির প্রশ্নে কখনও আদানি পিছনে ফেলেছেন আম্বানিকে, কখনও আবার আদানিকে ছাপিয়ে গিয়েছে আম্বানি। দু’জনেই নতুন নতুন ক্ষেত্রে ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছে৷ দুজনেরই লক্ষ্য এনার্জি সেক্টর। শুধু দেশ নয়, বিদেশেও তাঁরা ওই সেক্টরর নিজেদের প্রভাব বিস্তার করতে উদ্যত৷ তাই প্রতিযোগিতাও চলছে জোড় কদমে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>