‘ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ৫০০ টাকায় মিলবে গ্যাস’, প্রতিশ্রুতি অভিষেকের

‘ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ৫০০ টাকায় মিলবে গ্যাস’, প্রতিশ্রুতি অভিষেকের

India Alliance 

ধূপগুড়ি: গ্যাসের দাম নিয়ে দীর্ঘদিন ধরেই সোচ্চার বিরোধীরা৷ বারবার মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরই মাঝে সম্প্রতি গৃহস্থের রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দেয় কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রীদের দাবি, রাখিবন্ধনে এটা বোনেদের জন্য নরেন্দ্র মোদীর উপহার। তবে বিরোধীদের বক্তব্য, ইন্ডিয়া জোটের ‘দম’ দেখেই ভয়ে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে কেন্দ্র। এদিন ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে গ্যাসের দাম কমিয়ে ৫০০ টাকা করা হবে। এদিকে, অভিষেককে একহাত নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, আগে উনি রাজ্যে বেকারদের চাকরি দিয়ে দেখান৷ (India Alliance)

India Alliance

উপনির্বাচনের প্রচারে শনিবার ধূপগুড়িতে সভা করেন অভিষেক৷ সেখান থেকেই একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। গ্যাসের দাম নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে অভিষেক বলেন, “গণতন্ত্রে মানুষের থেকে ক্ষমতাশালী আর কেউ নয়। একুশের নির্বাচনে বাংলায় তৃণমূল জিতেছিল, বিজেপি হেরেছিল। তারপরই পেট্রোল, ডিজেলের দাম কমেছিল। আর বিজেপি জিতলে কী হবে? এই যে গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে। চব্বিশের নির্বাচনে  জিতে গেলে রান্নার গ্যাস ৩০০০ টাকা হবে। আর ইন্ডিয়া জোট জিতলে কী হবে জানেন? রান্নার গ্যাসের দাম ৫০০ টাকায় নেমে আসবে। এটা আমাদের প্রতিশ্রুতি। কথা দিলে কথা রাখি।”

অভিষেকের এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “ওঁর কথাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। উনি আগে বিদ্যুতের বিল কমান। ২ কোটি বেকারকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। গ্যাসের দাম ৫০০ টাকা করার আগে বকেয়া ডিএ মিটিয়ে তারপর এই কথা বলুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =