গ্যাংস্টার বান্ধবী ‘রিভলবার রানি’র সঙ্গে বিয়ে সারলেন কালা জাঠেড়ি, সাক্ষী ২৮০ পুলিশ

গ্যাংস্টার বান্ধবী ‘রিভলবার রানি’র সঙ্গে বিয়ে সারলেন কালা জাঠেড়ি, সাক্ষী ২৮০ পুলিশ

gangster kala jathedi

কলকাতা: গ্যাংস্টার বিবাহ! বন্দুকের সঙ্গে বুলেটের যেমন প্রেম, এ প্রেম খানিকটা তেমনই৷ অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়লেন গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জঠেড়ি এবং অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মিঞ্জ ওরফে রিভলবার রানি।

তাঁরা দু’জনেই অন্ধকার জগতের কুখ্যাত অপরাধী৷ দিল্লির দ্বারকা এলাকার একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল হেভিওয়েট এই দুই গ্যাংস্টারের বিয়ের আসর৷ অপহরণ-ডাকাতি-তোলাবাজি থেকে খুন, একাধিক অপরাধে হাত পাকানো বর-কনের বিয়ের সাক্ষী থাকল নিকট আত্মীয়রা৷ ছিলেন ২৫০ জন পুলিশকর্মী। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবে কার্যত দাপিয়ে বেরানো দুই গ্যাংস্টারের বিয়ের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা।

কালা জঠেড়ির আইনজীবী ৫১ হাজার টাকায় দিয়ে দ্বারকার সেক্টর থ্রি-তে ব্যাঙ্কোয়াট বুক করেন। তবে এই বিয়েতে বাঁধা ছিলেন কালা নিজেই। কারণ, একাধিক অপরাধের অভিযোগে বর্তমানে তিনি জেলবন্দি৷ বিয়ের জন্য দিল্লি হাই কোর্ট তাঁকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়৷ স্বল্প সময়ের মধ্যেই প্রেমিকা রিভাল রানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =