জলপাইগুড়ি: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার উপহার। গঙ্গাপ্রসাদ শর্মাকে উত্তরবঙ্গের জয়গাঁও উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দিল রাজ্য সরকার। উল্লেখ্য, গঙ্গাপ্রসাদ শর্মা বিধানসভা নির্বাচনের পরেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এইদিকে পার্থপ্রতিম রায়কে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নতুন চেয়ারম্যান করা হয়েছে।
আরও পড়ুন- আফগানিস্তানে আটকে রয়েছেন দু’শোর বেশি বাংলার মানুষ, জানালেন মুখ্যমন্ত্রী
তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিজেপিতে ভাঙন ধরে। যা তরান্বিত হয় মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে ফিরে আসার মধ্য দিয়ে। আর সেই সূত্রেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা৷ তৃণমূল ভবনে তাঁর হাতে দলের পতাকা তুলে দিয়েছিলেন মুকুল রায় এবং ব্রাত্য বসু। গঙ্গাপ্রসাদ শর্মা–সহ আলিপুরদুয়ারের মোট ৮ জন বিজেপি নেতা একইসঙ্গে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে।