pharma sector
নয়াদিল্লি: ফার্মা সেক্টরের কোন কোন স্টকে বিনিয়োগ করলে হাই রিটার্ন পাওয়ার চান্স বেশি?
বর্তমানে শেয়ার বাজারে অস্থিরতার মধ্যেও ভালো পারফর্ম করছে মেটাল ও রাসায়নিক খাত। ফলে একটা বড় অংশের বিনিয়োগকারীরা এই খাতগুলিতে তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করার সুযোগ খুঁজছেন। আগামী দিনে ভালো ট্রেডিং এর সুযোগ আসবে বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞ। তাই তাঁরা ফার্মা সেক্টরের প্রতি বর্তমানে খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলছেন।
সান ফার্মার স্টকটিকে এই খাতে তাঁরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। বিনিয়োগকারীরা প্রাথমিকভাবে ট্রেডিং এর জন্য এই স্টকটার উপর নজর রাখতে পারেন। স্টকটিকে বর্তমানে শেয়ার বাজারে দুর্দান্ত দেখাচ্ছে। আগামী দিনেও এটা খুব ভালো পারফর্ম করবে। সান ফার্মা ছাড়াও এই মুহূর্তে ওষুধের খাতে যে স্টকগুলোকে পছন্দের তালিকায় রাখছেন বিশেষজ্ঞরা সেগুলোর সবকটাই লার্জক্যাপ বিভাগে রয়েছে। বিনিয়োগকারীরা Dr. Reddy’s, Lupin এর স্টকগুলোর দিকেও নজর রাখতে পারেন। জাইডাস এবং সিপলার স্টককেও বাজারে খুব ভালো দেখাচ্ছে। সেটাও লক্ষ্য রাখা উচিত।