ফার্স্ট লেডিদের জন্য এলাহি আয়োজন, কী কী ছিল মধ্যাহ্নভোজের মেনুতে?

ফার্স্ট লেডিদের জন্য এলাহি আয়োজন, কী কী ছিল মধ্যাহ্নভোজের মেনুতে?

g20 summit

নয়াদিল্লি:  আজ, অর্থাৎ শনিবার সকাল থেকে দিল্লিতে শুরু হয়েছে জি ২০ সম্মেলন৷ বিশ্বের রাষ্ট্রনেতারা যখন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভারত মণ্ডপমে আলোচনায় ব্যস্ত, তখন তাঁদের স্ত্রীদেরও সময় কাটল বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। সুনক-পত্নী অক্ষতা থেকে ফুমিও কিশিদার স্ত্রী ইয়োকো কিশিদারা, কোথায় ছিলেন তাঁরা? 

দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টে তাঁদের জন্য রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে কী না ছিল! দিল্লির রাস্তার ধারের খাবার থেকে তড়কা, ডাল, চাট, সব কিছুই হাজির ছিল রাষ্ট্রনেতাদের স্ত্রীদের সম্মানে। অক্ষতা থেকে শুরু করে বিশ্বের বাকি রাষ্ট্রনেতাদের স্ত্রীরা কোন কোন রান্নার পদ চেখে দেখলেন জানেন? 

এদিন জি২০ সম্মেলনে আসা রাষ্ট্রনেতাদের স্ত্রীদের জন্য ছিল- কুমড়ো আর নারকেলের শোরবা, নাগা ব্ল্যাক রাইস ভেল, বিট আর পিনাট বাটারের টিক্কি, বাংলার সরষে দিয়ে মুখরোচক পদ। না না, এখানেই শেষ নয়৷ মেনু আরও আছে৷ সেখানে ছিল বেদানার কুলফি শরবত, কুমড়ো রোস্ট করে নারকেলের চাটনি, জোয়ারের রুটি, আপ্পালাম, কারিপাতার পোলাও, কাস্টার্ড অ্যাপেল ক্রিম৷

দিল্লির শেরশাহ রোডের এনডিএমএ-র পাশাপাশি রাজধানীর আইএআরআই ক্যাম্পাসেও ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল ফার্স্ট লেডিদের। ১২০০ একর জমির উপর সবুজ বিপ্লবের নিরিখে ভারত কোন কোন দিকে উদ্যোগ নিয়েছে, সে কথাও তুলে ধরা হয় তাঁদের সামনে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =