রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ আসার দিন বদল, ৫ মার্চ রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক

রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ আসার দিন বদল, ৫ মার্চ রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক

commission

কলকাতা: রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার সময় বদল। একদিন আগেই শহরে চলে আসবে কমিশনের ফুল বেঞ্চ। জানা গিয়েছে, ৪ মার্চের বদলে ৩ মার্চ শহরে চলে আসবে কমিশন। সর্বদলীয় বৈঠকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন কমিশনাররা।

জানা গিয়েছে, আগামী ৩ মার্চ  রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নির্বাচনে কমিশনের ফুল বেঞ্চ। পরের দিন, অর্থাৎ ৪ মার্চ সকাল সাড়ে ৯টায় বাংলার সব কটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন কমিশনের কর্তারা।  ১১ টা পর্যন্ত বৈঠক হওয়ার কথা৷ ওই দিনই পুলিশ প্রশাসনের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে কমিশনের ফুল বেঞ্চের। সেই বৈঠক চলবে সন্ধ্যা পর্যন্ত৷ ৫ মার্চ আইন কার্যকর করা সরকারি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এর পর বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 7 =