কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার বাকি আর মাত্র ৪ দিন। নির্বাচন যতই এগিয়ে আসছে নানা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক বাদানুবাদে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। এমনকি ভোটের উত্তাপে ঝরছে রক্তও। এহেন উত্তেজনার মাঝেই আজ মঙ্গলবার ভোট পরিস্থিতি পর্যবেক্ষণে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুর বেঞ্চ।
নির্বাচন কমিশনের সিনিয়র আধিকারিকরা প্রথম দফা ভোটের আগে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আজই আসছেন কলকাতা, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনকে যে কমিশন বিশেষ গুরুত্ব সহকারে দেখছে তা বলাই বাহুল্য। এর আগেও একাধিক বার কমিশনের ফুল বেঞ্চ এসে নির্বাচনী আবহকে পর্যবেক্ষণ করেছে। তবে আজকের আগমনকে বিশেষ কোনো তাৎপর্য দিতে নারাজ নির্বাচন কমিশন। একে নিছক রুটিনমাফিক কাজ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ভারতের যে পাঁচ রাজ্যে আগামী দিনে বিধানসভা নির্বাচন আসন্ন, তাদের মধ্যে পশ্চিমবঙ্গতেই সর্বাপেক্ষা স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে কমিশন। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীও। সর্বোপরি, এ রাজ্যে এবার আট দফায় নির্বাচনকে ভাগ করা হয়েছে। কোভিড সতর্কতামূলক ব্যবস্থার কথা বলা হলেও আদতে যে রাজনৈতিক হিংসা, অশান্তি আটকানোর পক্ষেও এই নীতি প্রযোজ্য তা বুঝে নিতে অসুবিধা হয় না।
ভোটের আবহে ইতিমধ্যে একাধিক জায়গা থেকেই এসেছে হানাহানির খবর। জেলায় জেলায় সংঘর্ষে লিপ্ত হতে দেখা গেছে তৃণমূল বিজেপি কিংবা বাম-কংগ্রেস-আইএসএফ জোটের সমর্থককে। গতকালই বাঁকুড়ায় বোমা ফেটে প্রাণ গেছে পাঁচ বছরের শিশুর। সর্বোপরি, সপ্তাহ দুয়েক আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোটের ঘটনা বিশেষ ভাবে চিন্তা বাড়িয়েছে কমিশনের। রাজ্যে যাতে নিরাপদ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভোট হতে পারে তার জন্যেই আজ ফের কলকাতায় পা রাখছেন সুনীল আরোরার নেতৃত্বে কমিশনের আধিকারিকরা।