শীঘ্রই বন্ধ হচ্ছে ১১১ টা মশলা! FSSAI-র আরও কড়া পদক্ষেপ

111 spice manufacturer licenses cancelled চলতি মাসেই দেশের মোট ১১১টি সংস্থার মশলা উৎপাদনের লাইসেন্স বাতিল করেছিল কেন্দ্রীয় খাদ্য গুণমান যাচাই বিভাগ ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি…

111 spice manufacturer licenses cancelled

111 spice manufacturer licenses cancelled

চলতি মাসেই দেশের মোট ১১১টি সংস্থার মশলা উৎপাদনের লাইসেন্স বাতিল করেছিল কেন্দ্রীয় খাদ্য গুণমান যাচাই বিভাগ ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)৷ এবার খুব শীঘ্রই এসব মশলার উত্পাদন কার্যত বন্ধ করে দেওয়া হবে বলেই খবর৷ (111 spice manufacturer licenses cancelled)

জানা গেছিল, ৪০০০ নমুনার মধ্যে ইতিমধ্যে ২২০০টি নমুনা পরীক্ষা করে ফেলেছে কেন্দ্রীয় সংস্থা। এর মধ্যে ১১১টি মশলায় গুণমানে গোলমাল ধরা পড়েছে। এর মধ্যে এমডিএইচ, এভারেস্ট, ক্যাচ, বাদশার মতো নামীদামী ব্র্যান্ডের মশলাও রয়েছে। তাই ভবিষ্যতে আরও বেশি সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি আশঙ্কা রয়েছে৷

চলতি বছরের এপ্রিলে সিঙ্গাপুর এবং হংকং ভারতের দুই জনপ্রিয় মশলা প্রস্তুতকারক সংস্থা এমডিএইচ এবং এভারেস্টের মশলা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। বিপজ্জনক মাত্রায় ক্ষতিকারক রাসায়নিক মেশানোর অভিযোগ উঠেছিল দুই সংস্থার বিরুদ্ধে।

এর ঠিক পরেই নেপালেও এমডিএইচ এবং এভারেস্টের মশলা নিষিদ্ধ ঘোষিত হয়। কয়েকদিন পরে রাজস্থান সরকার পরীক্ষাগারে যাচাই করে রাসায়নিকের উপস্থিতি টের পেয়ে ওই দুই সংস্থার মশলাকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই গোটা দেশজুড়ে অভিযান চালাতে শুরু করে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)৷

আরও পড়ুন-

‘যে যায় লঙ্কায়’… কথাটা কতটা সত্যি বোঝাল ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের

মহারাষ্ট্র: হাতে ৬-১০ হাজার ক্যাশ ধরিয়েও বিজেপির ভরসা উগ্র হিন্দুত্বেই?

২১-এর মঞ্চে অখিলেশ, কোন পথে ‘ইন্ডিয়া’? ‘জিঞ্জার গোষ্ঠী’ তৈরির চেষ্টা তৃণমূলের?

৭৫-এ ২! কংগ্রেসকে পরজীবী বলে মোদী কী খুব ভুল বলেছেন?

কঠিন সময়ে গোষ্ঠীদ্বন্দ্বে বেসামাল বিজেপি! এরপরেও বঙ্গ জয়ের স্বপ্ন দেখছেন শুভেন্দুরা?

৩১ বছর আগের ২১ জুলাই, আর ২০২৪-এর ২১ জুলাই! পরিস্থিতি কী বদল হয়েছে?

‘পাঁচ রাজ্যেই বিজেপি জিতবে’, অবশেষে মাঠে নামার হুংকার মোদীর!

নানা কায়দায় সন্ত্রাস চলছে কাশ্মীরে, বাড়াচ্ছে ‘হাইব্রিড টেররিজম’

সব রহস্য লুকিয়ে ওই সার্ভার-হার্ডডিস্কেই! ম্যারাথন তল্লাশির পর জেরা সিবিআইয়ের

উত্তরপ্রদেশে ‘খেলা হবে’? সরছেন যোগী? চাঞ্চল্যকর টুইট অখিলেশের!

রাজ্যে শুভেন্দু, লোকসভায় রাহুল! এই দুই বিরোধী দলনেতার তফাৎ কোথায়?

সিপিএম সবটা ভেবে বলছে তো? ‘গণশক্তি’র হেডিংয়ের মানে কী?

National: 111 spice manufacturer licenses cancelled. FSSAI has cancelled licenses of 111 spice manufacturers, including top brands like MDH and Everest, due to quality issues. Production is set to halt soon. Discover the implications and details of this significant move.