সন্ত্রাসের অভিযোগ তুলে তৃণমূলের ক্যাম্প অফিসে বসেই পান খেলেন বামপ্রার্থী

সন্ত্রাসের অভিযোগ তুলে তৃণমূলের ক্যাম্প অফিসে বসেই পান খেলেন বামপ্রার্থী

দিনহাটা:  উপনির্বাচনের সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন তিনি৷ সেই তিনিই তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খেলেন৷ এদিন সকাল থেকে দিনহাটার সাহেবগঞ্জের বিভিন্ন বুথে ঘুরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুল রৌফ৷ পরে সাহেবগঞ্জের ৮৫ নং বুথে তৃণমূলের ক্যাম্প অফিসে বসেই পান খেলেন তিনি। ফরওয়ার্ড ব্লক প্রার্থীর দাবি, সৌজন্য দেখাতেই ক্যাম্প অফিসে গিয়েছিলেন তিনি৷ 

আরও পড়ুন- ভোটের হার ধীর গতিতে এগোচ্ছে, ‘লাস্ট বয়’ আপাতত খড়দহ

আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে৷ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ৷ তবে ভোটের মধ্যে অন্য সৌজন্য দেখালেন দিনহাটার বাম প্রার্থী৷ যে দলের বিরুদ্ধে অভিযোগ তুললেন, সেই দলের ক্যাম্প অফিসে বসেই পান খেলেন৷ ক্যামেরায় তৃণমূলের ক্যাম্প অফিসে দাঁড়িয়ে বাম প্রার্থীর পান খাওয়ার ভিডিয়ো চারিদিকে ছড়িয়ে পড়েছে৷ সুপারি নিয়েও কথা বলতে শোনা গিয়েছে তাঁকে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − nine =