বৃষ্টি চলবে! শুক্রবারও ভিজবে উপকূলবর্তী জেলাগুলি, ভারী বৃষ্টির ইঙ্গিত কলকাতাতেও

বৃষ্টি চলবে! শুক্রবারও ভিজবে উপকূলবর্তী জেলাগুলি, ভারী বৃষ্টির ইঙ্গিত কলকাতাতেও

thunderstorm

কলকাতা: একটা নয়, একই সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তার ধাক্কায় গত দুদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী কয়েক ঘণ্টায় ঝেপে বৃষ্টি আসার সম্ভাবনাও রয়েছে৷ 

হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা উপকূল পেরিয়ে ছত্তীসগঢ়ের কাছে পৌঁছে গিয়েছে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি। তবে এর জন্য বঙ্গে বৃষ্টি কমছে না এখনই। আলিপুর জানিয়েছে, নিম্নচাপের জেরে শুক্রবারও বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে।

আবহবিদেরা জানাচ্ছেন, বৃহস্পতিবারের মতো শুক্রবারও আকাশের মুখ থাকবে গোমড়া। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং  সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ 

গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। শুক্রবার সকালেও কলকাতার বিভিন্ন প্রান্তে ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে৷ আবহবিদেরা জানিয়েছেন, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে৷ পাশাপাশি, ঝাড়খণ্ড থেকে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছ বঙ্গোপসাগর পর্যন্ত। সেই অক্ষরেখা গিয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। নিম্নচাপের ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে অনেকটাই। মূলত মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলায় রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিও হয়ে চলেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =