করোনা আক্রান্তরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, ঘোষণা সরকারে

করোনা আক্রান্তরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, ঘোষণা সরকারে

পাটনা: করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। ভারতে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েবহে ১১৪। করোনা আতঙ্কের প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনে।  বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুল, কলেজ, সিনেমা হল। করোনা ভাইরাসে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্যগুলো পৃথক পৃথক ব্যবস্থা নিয়েছে।  বিহার সরকার করোনা আক্রান্তদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে।

সোমবার বিহার সরকার এক বিবৃযে জানিয়েছে, করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। শুধু তাই নয়, করোনায় আক্রান্ত হয়ে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তার পরিবারকে চার লক্ষ টাকা দেওয়া হবে। যদিও কেন্দ্র সরকার আগেই জানিয়েছে, করনীয় মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা দেওয়া হবে।

ভারতে করোনা আক্রান্তে ইতিমধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শতাধিক। এর মধ্যেই ধীরে ধীরে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার খবর উঠে আসছে। দিল্লিতে প্রথম করোনা আক্রান্ত রোহিত দত্ত নামের এক ব্যক্তি সুস্থ হয়ে রবিবার বাড়ি ফিরে এসেছেন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত মোট ১০  জন সুস্থ হয়ে উঠেছেন।

ভারতে করোনাতে মহারাষ্ট্রে সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮।  এরপরেই রয়েছে কেরালা। মোট  ২২ জন করোনাতে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে করোনা নিয়ে সচেতনার অভাব ভেষজ মানুষের ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে। করোনাতে  আক্রান্ত কয়েকজন  আইসলেশন ওয়ার্ড ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কেরলে এক মার্কিন দম্পতি করোনা আক্রান্তের খবর পেয়ে পালিয়ে যান। পরে কোচি বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়। অন্য দিকে,  বেঙ্গালুরুর গুগল কর্মীর স্ত্রী করোনা আক্রান্ত জেনেও বিমানে করে দিল্লি যান। সেখান থেকে বাসে আগ্রা যান। ঘটনায় আগ্রা পুলুষ ওই মহিলার নামে অভিযোগ দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − 1 =