কলকাতা: বাঙালি অথচ পুরী বেড়াতে যাননি, এই মানুষ হাতেগোনা। ‘দীপুদা’কে নিয়ে বাঙালির যত নস্ট্যালজিয়া৷ দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং৷ পুরীর নীল জলরাশি বারবার হাতছানি দেয় বাঙালিকে৷ জগন্নাথ মন্দির, গজা আর কটকি প্রিন্টের শাড়ির সঙ্গে বাঙালির যোগ বহু পুরনো। এই শীতে পুরী ঘোরার প্ল্যান করছেন নাকি? তাহলে সাবধান৷ দেশের অন্যতম এই তীর্থ ক্ষেত্রে ঘুরতে গিয়ে যে কেউ জালিয়াতির শিকার হতে পারেন।
আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, মামলাকারীদের ‘ধমক’ বিচারপতির
পুরীধামে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি? ধরুন, পুরী যাওয়ার আগে অনলাইনে হোটেল বুকিং করতে চাইছেন আপনি৷ বসে পড়লেন হোটেল খুঁজতে৷ পেয়েও গেলেন খোঁজ৷ ওয়েবসাইট থেকে হোটেলের হোয়াটসঅ্যাপ নম্বর, মেল আইডি জোগাড় করে যোগাযোগ করলেন হোটেলের সঙ্গে। ফোনের ওপাড় থেকে অথবা ইমেলে উত্তরও এল আপনার কাছে৷ বলা হল, ঘর বুকিং-এর জন্য ৫০ শতাংশ টাকা অগ্রিম দিতে হবে। পুরীতে পৌঁছে হোটেল খোঁজার হ্যাঁপা এড়ালে আপনি সেই টাকা পাঠিয়েও দিলেন। কিন্তু, পুরীতে নেমেই নড়ল টনক! হোটেলে পৌঁছে দেখলেন, আপনার নামে সেখানে কোনও বুকিং-ই নেই৷ ৫০ শতাংশ টাকাও হোটেল পায়নি। বস্তুত, আপনার সম্পর্কে কোনও তথ্যই নেই হোটেল কর্তৃপক্ষের কাছে!
হ্যাঁ, ঠিক এমনটাই হচ্ছে৷ সম্প্রতি বহু মানুষ এভাবে প্রতারণার শিকার হয়েছেন৷ লালবাজারের সাইবার থানায় ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। এই বিষয়টি সম্পর্কে পর্যটকদের সতর্কও করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। বলা হয়েছে, বুকিং করার আগে হোটেলের ওয়েবসাইটের ‘ডোমেন নেম’ অর্থাৎ লিঙ্কটি ভাল করে খতিয়ে দেখতে হবে। হোটেলের নামের সঙ্গে সঙ্গতি আছে সবার আগে দেখতে হবে সেটা৷
লাল বাজারের তরফে আরও জানানো হয়েছে, লিঙ্কে ক্লিক করার পর যখন পেজ খুলবে, তখন দেখতে হবে লিঙ্কের পাশে ‘তালা’ চিহ্ন আছে কি না৷ এর থেকে বোঝা যায় পেজটি সুরক্ষিত কি না৷ ‘ওয়েবসাইট চেকার’ এবং ‘সেফ ব্রাউজিং টুল’ ব্যবহার করুন।
এছাড়াও ওয়েবসাইটে বানান ভুল কিংবা অদক্ষ হাতের ডিজাইন দেখতে পেলেই সাবধান হয়ে যান। কোনও ওয়েবসাইটে ঢু মারার আগে তার বয়স অর্থাৎ ‘ডোমেন এজ’ যাচাই করে নিন অনলাইনে।
লাল বাজারের তরফে আরও বলা হয়েছে, ওয়েবসাইটে ভাইরাস স্ক্যান করুন। অবিশ্বাস্য অফার দেখলেই গ্রহণ করবেন না৷ বরং সাবধান হোন। হোটেল বুকিংয়ের আগে ওই হোটেলে থেকেছেন, এমন গ্রাহকদের রিভিউ দেখে নিন। কোনও প্রতারণার অভিযোগ আছে কি না, ভাল করে ঘেঁটে দেখুন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>