বাংলার আট কেন্দ্র-সহ দেশের ৯৬টি কেন্দ্রে শুরু হল চতুর্থদফার ভোটগ্রহণ

কলকাতা: সকাল ৭টা থেকে শুরু হয়ে গেল ২০২৪ সালের লোকসভা ভোটের চতুর্থ দফার ভোট গ্রহণ৷ দেশের মোট ৯৬টি লোকসভা কেন্দ্রে, ১৭কোটি ৭০ লক্ষ ভোটার ভোট…

Lok Sabha Elections 2024 Politics লোকসভা ভোট

কলকাতা: সকাল ৭টা থেকে শুরু হয়ে গেল ২০২৪ সালের লোকসভা ভোটের চতুর্থ দফার ভোট গ্রহণ৷ দেশের মোট ৯৬টি লোকসভা কেন্দ্রে, ১৭কোটি ৭০ লক্ষ ভোটার ভোট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন।  সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আজ বাংলায় ভোট রয়েছে – বীরভূম, বোলপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বহরমপুর এবং আসানসোল৷

 

এছাড়াও আজ ভোট হচ্ছে অন্ধ্রপ্রদেশ (২৫) এবং‌ তেলঙ্গানা (১৭)-র সব আসনে৷ ভোট চলছে উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *