চলে আসুন, মন্ত্রী করে দেব! পিকের ‘অফার’ মুখে উপর ফেরালেন বাম বিধায়ক!

সম্প্রতি রাজ্যে প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী দেবেস দাস'কে মন্ত্রীত্বের লোভ দেখিয়ে দল বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। ফের একবার এই অভিযোগ উঠল তৃণমূলের প্রশান্ত কিশোরের টিম আই-প্যাকের বিরুদ্ধে। প্রশান্ত কিশোর উত্তর দিনাজপুর ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রামজ'কে দল বদলের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ। যদিও প্রশান্ত কিশোরের প্রস্তাব শোনামাত্র ফিরিয়ে দিয়েছেন ইমরান।

 

কলকাতা: সম্প্রতি রাজ্যে প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী দেবেস দাসকে মন্ত্রীত্বের উপহার দিয়ে দল বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল ঘাসফুলের তরফে৷ ফের আরও একটি অভিযোগ উঠল তৃণমূলের প্রশান্ত কিশোরের টিম আই-প্যাকের বিরুদ্ধে৷ প্রশান্ত কিশোর উত্তর দিনাজপুর ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রামজকে দল বদলের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ৷ যদিও প্রশান্ত কিশোরের প্রস্তাব শোনামাত্র ফিরিয়ে দিয়েছেন ইমরান৷

উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা থেকে পর পর ৩বার নির্বাচিত হয়েছেন আলি ইমরান রামজ। ইমরান তাঁর এলাকায় এবং রাজনৈতিক মহলে 'ভিক্টর' নামেই পরিচিত। বিধানসভায় ইমরান ওরফে ভিক্টর জানিয়েছেন, গত জুলাই মাসে একাধিক বার প্রশান্ত কিশোরের আই-প্যাকের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতিবার ইমরান কথা বলতে এড়িয়ে যান। কিন্তু জুলাই মাসে কলকাতার এক অভিজাত রেস্তোরাঁয় পরিবারের সঙ্গে নৈশভোজে যান ইমরান৷ সেই খবর পেয়ে প্রশান্ত কিশোর নিজে তাঁকে ফোন করেন বলে দাবি বিধায়কের৷ সংবাদমাধ্যমে বিধায়ক জানিয়েছেন, প্রশান্ত কিশোর ফোনে জানান, তিনি তাঁর সঙ্গে দেখা করতে চান৷ তখন এড়িয়ে যেতে পারেননি ইমরান৷ ফলে ওই রেস্তোরাঁয় কথা হয় দু’‌জনের৷

ইমরান জানিয়েছেন, রেস্তোরাঁয় প্রশান্ত কিশোর তাঁকে ‘‌অফার’‌ দেন, যদি ইমরান তৃণমূলের টিকিটে জিততে পারেন, তাহলে তাঁর পছন্দের যে কোনও তিনটি দফতরের মধ্যে একটিতে তাঁকে মন্ত্রী করে দেওয়া হবে। এরপর প্রশান্তকে ইমরান সাফ জানিয়ে দেন, এর আগেও ১০ বারের বেশি তৃণমূল থেকে দলবদলের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি কোনও বার রাজি হননি। তাই এবারেও রাজি হবেন না। ইমিরানের দাবি, ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল টিকিট দিতে চেয়েছিল৷

বিধায়কের এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে আই-প্যাকের তরফে। আই-প্যাকের এক সদস্য পাল্টা বলেন, আলি ইমরানই প্রথমে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। শর্ত মানা হয়নি বলেই এখন অন্য কথা বলছেন ইমরান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 6 =