কংগ্রেস-ISF ক্র্যাচ নিয়ে হাঁটব কেন? ঐক্যবদ্ধ বামফ্রন্টের পক্ষে সওয়াল ফরওয়ার্ড ব্লকের

কংগ্রেস-ISF ক্র্যাচ নিয়ে হাঁটব কেন? ঐক্যবদ্ধ বামফ্রন্টের পক্ষে সওয়াল ফরওয়ার্ড ব্লকের

bfc513143d8b674ee36de39030ef991e

কলকাতা: একুশের নির্বাচনে বাম-কংগ্রেস শূন্য বাংলার বিধানসভা৷ এই ভরাডুবির পর অনেক চুলচেরা বিশ্লেষন হয়েছে৷ নিজেদের স্বমহিমা ফিরে পেতে কী চাইছে বাম শিবির? কংগ্রেস-আইএসএফ জোট নিয়ে এবার সরব ফরওয়ার্ড ব্লক৷ কংগ্রেস বা আইএসএফ-এর সঙ্গে নয়, বরং ঐক্যবদ্ধ বামফ্রন্টের পক্ষেই সওয়াল করল দল৷  

আরও পড়ুন- ধৃত চিনা নাগরিক আদতে ‘ভয়ঙ্কর অপরাধী’, ৬ দিনের পুলিশি হেফাজতে চলবে জেরা

ক্ষমতার থাকার সময়েও শরিকি কোন্দল হয়েছে৷ এবার কোন্দন জোট নিয়ে৷ কোনও জোট বা মোর্চাতে তাঁরা থাকবে না, থাকবেন বামফ্রন্টে এমনটাই জানালেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, বামফ্রন্ট একাই লড়াই করবে৷ আগামী দিনে কোনও জোট নয়৷ কংগ্রেস এবং আইএসএফ নামক ক্র্যাচ নিয়ে বামফ্রন্ট হাঁটুক, মানুষ তা দেখতে চায় না৷ তাঁর কথায়, ‘‘ঐক্যবদ্ধ বামফ্রন্টই পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়৷ বাংলার মানুষ চায় না বামফ্রন্ট দুটি ক্র্যাচ নিয়ে হাঁটুক৷ আমরা চাই না কোনও ধর্মীর গুরু বা ধর্মীয় পীরজাদা বা এই রকম কোনও শক্তির সঙ্গে আমাদের জোট হোক৷ যাঁরা মুক্ত অর্থনীতির পক্ষে তাঁদের সঙ্গে জোট মানুষ গ্রহণ করছে না৷ তিনি আরও বলেন, কংগ্রেস, আইএসএফ-এর সঙ্গে জোট মানুষ প্রত্যাখ্যান করেছে৷ এই বিষয়ে ফ্রন্ট চেয়ারম্যানকে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছে বাম শরিক৷ 

শুধু আইএসএফ নয়, কংগ্রেসের সঙ্গে জোট নিয়েও সরব ফরওয়ার্ড ব্লক৷ তবে এই প্রথম নয়৷ ২০১৬ সালে যখন কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়েছিল সেই সময়েও সরব হয়েছিল ফরওয়ার্ড ব্লক৷ এর পর ২০২১ এর নির্বাচনে আইএসএফ ও কংগ্রেসের সঙ্গে সমঝোতার সময়েও ফরওয়ার্ড ব্লক চিঠি দিয়েছিল৷ এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন নরেন চট্টোপাধ্যায়৷ তাঁর কথায়, সংযুক্ত মোর্চা নয়, বামফ্রন্ট রাখতে হবে৷ আমরা কেন দুটো ক্র্যাচ নিয়ে চলব?  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *