BJP-র হাতে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হামলার শিকার বাম নেতারা

BJP-র হাতে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হামলার শিকার বাম নেতারা

আগরতলা: এক সপ্তাহ আগেই বড় গলায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই ‘সন্ত্রাসের সংস্কৃতি’ অবলুপ্ত হয়েছে৷ কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সোমবার আক্রান্ত হলেন ত্রিপুরার বিরোধী দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসিস্ট) নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বিজেপি কর্মীরাই তাঁর উপর আক্রমণ হেনেছে বলে অভিযোগ৷ গতকাল সাউথ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলা হয়৷ 

আরও পড়ুন- অক্সিজেনের অভাবে ১১ রোগীর মর্মান্তিক মৃত্যু অন্ধ্রে

জানা গিয়েছে এদিন উপ বিরোধী দলনেতা বাদল চৌধুরী, বিধায়ক সুধন দাস এবং অন্যান্য নেতাদের সঙ্গে দলীয় সমর্থকদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মানিকবাবু৷ সেই সময়েই তাঁদের উপর হামলা চালানো হয়৷ দিন কয়েক আগেও তার উপর একইভাবে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ৷ এদিন সিপিআই (এম) বিধায়কদের কনভয় শান্তিরবাজারে পৌঁছনোর পরেই সেখানে জড়ো হয় কয়েকশো মানুষ৷ তাঁদের ঘিরে ফেলেন তারা৷ এর পরেই হামলা চালানো হয়৷ এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে৷ সেখানে দেখা গিয়েছে শান্তিরবাজারে উপস্থিত জনতার ভিড় কালো পতাকা হাতে ‘গো ব্যাক মানিক সরকার’ স্লোগান তুলেছে৷ এমনকী বাম নেতাদের দিকে বোতল ও পাথর ছুড়তেও দেখা যায় তাদের৷ 

পরে আগরতলায় সিপিআই (এম)-এর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক মানিক সরকার বলেন, বিজেপি আশ্রীত গুণ্ডারাই একের পর এক হামলা চালাচ্ছে৷ রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশেই সবটা হচ্ছে৷ তিনি আরও বলেন, ‘‘রাজ্য বিজেপি নেতৃত্বই বিরোধীদের উপর হামলায় উস্কানি দিচ্ছে৷ যে ভাবে আমাদের উপর হামলা করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না৷ 
প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, যদি আমার রক্ত, আমার জীবন রাজ্যে শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করে, তবে এটা নিয়ে দুঃখ নেই৷ বরং আমার উপর এই আক্রমণকে স্বাগত জানাব৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 1 =