নিউইয়র্ক: বেশ খোলামেলা পোশাকেই বিমান বন্দরে চলে এসেছিলেন তিনি৷ বলতে গেলে উর্ধ্বাঙ্গে ছিল শুধু অন্তর্বাস৷ কিন্তু এত স্বল্প পোশাকে বিমানে ওঠা যাবে না৷ সাফ জানিয়ে দেওয়া হল ২০১২ সালের মিস ইউনিভার্স অলিভিয়া কুলপোকে৷ তালিবান অধ্যুষিত আফগানিস্তান নয়, একেবারে মার্কিন মুলুকে হয়রানির শিকার হতে হল তাঁকে৷
আরও পড়ুন- করোনা রোগীদের ‘বাক্সবন্দি’ করে রাখছে চিন! অমানবিক ছবি ভাইরাল
অলিভিয়া একজন মার্কিন সেলিব্রিটি৷ বোন আর বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে মেক্সিকো যাচ্ছিলেন তিনি৷ কিন্তু বিমানে ওঠার আগে স্বল্প পোশাকের ওজরে আটকে দেওয়া হয় তাঁকে৷ বলা হয় অন্তর্বাস পরে বিমানে ওঠা যাবে না৷ তার উপরে অন্য ব্লাউজ জাতীয় কোনও পোশাক পরতে হবে৷ অলিভিয়ার পরনে ছিল কালো ক্রপ টপ, সাইক্লিং শর্ট আর তার উপরে কালো লং সোয়েটার। কিন্তু তাঁর পোশাক দেখে আটকে দেন এক গেট এজেন্ট। অলিভিয়ার বোন অরোরা কুলপো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিমানবন্দরের এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানান, দিদি অলিভিয়ার সঙ্গে কাবো সান লুকাস রিসর্টে যাচ্ছিলেন তিনি। তাঁর প্রশ্ন, ওঁর পোশাকটা একবার দেখুন। ওকে সুন্দর দেখাচ্ছে না? ঠিকঠাক দেখাচ্ছে না?’’
এদিকে পরিস্থিতি সামাল দিতে বয়ফ্রেন্ডের হুডি দিয়ে শরীর ঢেকে নেনে মার্কিন মডেল৷ এরপর অবশ্য আর তাঁকে আটকানো হয়নি৷ অলিভিয়ার অবশ্য অভিযোগ, তাঁর চেয়েও স্বল্পবসনারা ওই বিমানে সওয়ার হয়েছিলেন৷ অথচ তাঁদের বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র তাঁর ক্ষেত্রেই এই নিয়মের বিধি আরোপ করা হয়েছে৷ অলভিয়ার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷