প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি

তিরুবনন্তপুরম: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা উমেন চান্ডি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার খুব ভোরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানান তাঁর ছেলে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে দু-দিনব্যপী রাষ্ট্রীয় শোক দিবস এবং মঙ্গলবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে কেরল সরকার। প্রবীণ নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

১৯৪৩ সালে কেরলের কোট্টায়াম জেলায় জন্ম ওমেন চান্ডির। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসার জন্য বেশ কিছু দিন ধরে বেঙ্গালুরুতেই থাকছিলেন তিনি। মঙ্গলবার কাকভোরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ কেরলে দুই দফায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমেন চান্ডি। প্রথমবার ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত, এবং পরবর্তীতে ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সি সামলান। ১৯৭০ থেকে মোট ১২ বার বিধানসভা ভোটে জয়ী হন চান্ডি। ২৭ বছর বয়সে প্রথমবার নির্বাচনে জিতে বিধানসভায় পা রাখেন। ১৯৭৭ সালে মাত্র ৩৪ বছর বয়সে প্রথমবার মন্ত্রী হন তিনি।কেরল বিধানসভায় বিরোধী দলনেতাও ছিলেন তিনি৷ 

প্রথম নির্বাচনে জেতার পর অবশ্য দ্বিতীয়বার হারতে হয় তাঁকে। তবে তারপর থেকে টানা ১১ বার জয়ী হয়েছিলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিগত ৫ দশক ধরে তিনি ছিলেন পুতুপল্লীর জনপ্রনিধি৷ এটাই তাঁর জন্মস্থান। কেরলের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের জন্য বিধায়ক ছিলেন তিনিই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =