মন্ত্রিত্ব, তৃণমূল ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা! কে তিনি? জানুন বিস্তারিত

মন্ত্রিত্ব, তৃণমূল ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা! কে তিনি? জানুন বিস্তারিত

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক বাদানুবাদে ততই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। একদিকে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির উত্থান, অন্যদিকে বাম-কংগ্রেস জোটের হুংকার বেশ চাপে রেখেছে তৃণমূলকে।এর মধ্যে দলবদলের কালো মেঘও দেখা দিয়েছে শাসক শিবিরের আকাশে। শুভেন্দু অধিকারীর দল ত্যাগের ক্ষত সারতে না সারতেই ফের রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন আরও এক মন্ত্রী।

রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন লক্ষ্মীরতন শুক্লা। এদিন তিনি মুখ্যমন্ত্রীর কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। লক্ষ্মীরতন শুক্লার ইস্তফা গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে সূত্রের খবরে। মন্ত্রিত্বের পাশাপাশি লক্ষ্মীরতন শুক্লা হাওড়া তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন। কিন্তু লক্ষ্মীরতন শুক্লার পরিচয়টা শুধুই রাজনৈতিক মহলে আবদ্ধ নয়। রাজনীতিতে যোগ দানের আগে এক অন্য পরিচয়ে তিনি রাজ্যের মানুষের কাছে বিশেষ জনপ্রিয় ছিলেন। তা হল তাঁর ক্রীড়া জগতের পরিচয়। একসময় ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন লক্ষ্মীরতন শুক্লা। ব্যাটে বলে দুরন্ত প্রদর্শনে তিনি মন জয় করেছিলেন দর্শকদের।

প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ছিলেন ডান হাতি ব্যাটসম্যান এবং মিডিয়াম পেস বোলার। বাংলা ক্রিকেট দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ প্রদর্শনের জন্য ১৯৯৯ সালে তিনি জাতীয় দলে ডাক পান। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে প্রথম জাতীয় দলের হয়ে অভিষেক হয় লক্ষ্মীরতন শুক্লার। কিন্তু ধারাবাহিকতার অভাবে খুব বেশি দিন জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে পারেন নি হাওড়া জেলার এই প্রাক্তন ক্রিকেটার। এছাড়া সমকালীন সময়ে অন্যান্য প্রতিভাবান খেলোয়াড়ের উত্থানও লক্ষ্মীরতন শুক্লার ক্রিকেটীয় কেরিয়ারের বিরুদ্ধে গিয়েছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তবে জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ না পেলেও আইপিএলে বেশ কিছুদিন খেলেছিলেন লক্ষ্মীরতন শুক্লা। কলকাতা নাইট রাইডার্স ছাড়াও দিল্লি ডেয়ারডেভিলস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৫ সাল পর্যন্ত খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি।  ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন লক্ষ্মীরতন শুক্লা। উত্তর হাওড়া কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়ে জয় লাভও করেন তিনি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। বাইশ গজকে সরাসরি বিদায় না জানিয়ে এভাবেই ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিলেন এই প্রাক্তন ক্রিকেটার। তবে কি শুভেন্দু অধিকারীর পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন তিনিও? বলা বাহুল্য, উত্তর দেবে সময়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =