বাসন্তী: সোমবার সকাল থেকে রাজ্যের ১৯ জেলার ৬৯৬টি বুথে শুরু হয়েছে ভোট গ্রহণ৷ গত শনিবার ভোট সন্ত্রাসের বলি হন বাসন্তীর তৃণমূলকর্মী আনিসুর ওস্তাগার৷ ভোটই কেড়ে নেয় তাঁর প্রাণ৷ পুত্র হারানোর শোক বুতে নিয়েই বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের ১১৩ নম্বর বুথে ভোট দিতে এলেন আনিসুর ওস্তাগারের মা আমিনা ওস্তাগার।
শনিবার পঞ্চায়েত ভোটের দিন বোমার আঘাতে মৃত্যু হয় আনিসুরের। সোমবার সকালে বুথে এসে কান্নায় ভেঙে পড়েন আনিসুরের মা। পরিবারের তরফে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। এই বিদ্যালয়ের ১০৩ নম্বর বুথেও পুনর্নির্বাচন চলছে।
এদিকে, পশ্চিম বর্ধমানের জামুরিয়া চিচুড়িয়া পঞ্চায়েতের ডাহুকা গ্রামের ৪২/১৭৭ নম্বর বুথে পুনর্নির্বাচন সময়ের পরে শুরু হয়৷ সকাল ৭টার বদলে ভোট গ্রহণ শুরু হতে ৮টা বেজে যায়। ভোটকর্মীরা জানান, কাগজপত্র আসতে দেরি হওয়ায় ভোট প্রক্রিয়া শুরু হতে দেরি হয়েছে। শনিবার এই বুথেই দেদার ছাপ্পা হয়েছিল৷ সেই অভিযোগে ব্যালট বাক্সে গ্রামের মহিলারা জল ঢেলে দিয়েছিলেন। আজ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই চলছে ভোট।