১০০ বছর পর তৃতীয় বার, দেখা মিলল ৮২ ফুট লম্বা ‘ব্লু হোয়েলে’র

অস্ট্রেলিয়ার সিডনি উপকূলে গত মাসে একটি 'ব্লু হোয়েল' বা নীল তিমি মাছের দেখা পাওয়া গিয়েছিল। যা এক শতাব্দীরও বেশি সময় ধরে ওই সমুদ্রে বসবাস করছে। বিপন্ন প্রজাতির এই সামুদ্রিক প্রাণী ১০০ বছর পর তৃতীয় বারের জন্যে দেখা পাওয়া গেল। নিউ সাউথ ওয়েলস জাতীয় উদ্যান এবং বন্যজীবন পরিষেবা বা এনপিডবলুএস এর কর্মকর্তাদের মতে, এই নীল তিমির দৈর্ঘ্যে প্রায় ২৫ মিটার বা ৮২ ফুট লম্বা এবং  এর ওজন ১ লক্ষ কিলোগ্রাম বা ১০০ টন।

সিডনি: অস্ট্রেলিয়ার সিডনি উপকূলে গত মাসে একটি 'ব্লু হোয়েল' বা নীল তিমি মাছের দেখা পাওয়া গিয়েছিল। যা এক শতাব্দীরও বেশি সময় ধরে ওই সমুদ্রে বসবাস করছে। বিপন্ন প্রজাতির এই সামুদ্রিক প্রাণী ১০০ বছর পর তৃতীয় বারের জন্যে দেখা পাওয়া গেল। নিউ সাউথ ওয়েলস জাতীয় উদ্যান এবং বন্যজীবন পরিষেবা বা এনপিডবলুএস এর কর্মকর্তাদের মতে, এই নীল তিমির দৈর্ঘ্যে প্রায় ২৫ মিটার বা ৮২ ফুট লম্বা এবং  এর ওজন ১ লক্ষ কিলোগ্রাম বা ১০০ টন।

এনপিডবলুএস অধিকর্তা অ্যান্ড্রু মার্শালের মতে, নিউ সাউথ ওয়েলসের সমুদ্র সৈকত শহর মারৌব্রা শহরের কাছে এই বিশাল তিমিটি দেখা গিয়েছিল। একটি প্রেস রিলিজের মাধ্যমে তিনি জানান, এই নীল তিমি মাছটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী। কিন্তু এত বড় আকার হলেও এতদিন সিডনি সমুদ্র সৈকতে এটি নজর এড়িয়ে যেত। তিনি আরও বলেন, বেশ কয়েকজন অভিজ্ঞ পর্যবেক্ষক অতীতে এর খোঁজ চালালেও, নীল তিমির দেখা পাননি। এই ধরনের প্রজাতির মাছ সচরাচর দেখা যায় না। কারণ এগুলি সমুদ্রের অনেক গভীরে বসবাস করে। পাশাপাশি এই ধরণের প্রজাতির তিমি সম্পর্কে বিজ্ঞানীদের কাছেও খুব কম তথ্য রয়েছে।

ব্লু হোয়েল

জানা গিয়েছে, শান নামের এক সিডনিবাসী ফটোগ্রাফার সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে এই রাজকীয় নীল তিমি মাছটি দেখতে পান, সঙ্গে সঙ্গে তিনি তার ছবি তোলেন। এরপর ইনস্টাগ্রামে তিনি সেই ছবি গুলি শেয়ার করে বলেন, “আমি বাকরুদ্ধ! আমি ছবি গুলি শেয়ার করার পাশাপাশি মিলিয়ন বছরের অজানা তথ্য পেশ করছি।” তিনি আরও জানান, সিডনির মারৌব্রা উপকূলে তিনি প্রায়শই যান। এদিন হঠাৎ করেই তাঁর সামনে পৃথিবীর বিস্ময়কর এই নীল তিমি এসে উপস্থিত হয়। এনপিডবলুএস অধিকর্তা অ্যান্ড্রু মার্শাল বলেন, এই ধরনের প্রজাতির সাক্ষাৎ পাওয়া বর্তমানে নজির গড়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের বা ডবলুডবলুএফ এর এক আধিকারিক জানান, বর্তমানে পৃথিবীর এই বিরলতম প্রাণীদের সংখ্যা ১০ হাজার থেকে ২৫ হাজারের কাছিকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 14 =