school students
নয়াদিল্লি: এবার আধারের মতো ‘আপার’ কার্ড ইস্যু করতে চলেছে কেন্দ্র৷ যা এক সূত্র বেঁধে ফেলবে সমস্ত স্কুল পড়ুয়াদের৷ ‘এক দেশ, এক আইডি’ তৈরি করতেই এই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্কুল পড়ুয়াদের জন্য অন্যন্য শনাক্তকরণ নম্বর বা ইউনিক আইডেনটিটিফিকেশন নম্বর চালুর বিষয়ে অভিভাবকদের কাছ থেকে সম্মতি জোগারের কাজ শুরু করতে বলা হয়েছে রাজ্যগুলিকে।
অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্য়াকাউন্ট রেজিস্ট্রি বা ‘অপার’ নম্বর তৈরির নীতিগত ঘোষণা আগেই করা হয়েছিল। এবার সেটাই বাস্তবায়নের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী, এই অপার নম্বরকে কেন্দ্রীয় ডিজিটালাইজেশনে সঙ্গে যুক্ত করা হবে। পড়ুয়াদের যাবতীয় শিক্ষাগত রেকর্ড পরীক্ষার রেকর্ড, ভর্তির নথি, বৃত্তির নথি, সরকারি সাহায্য়ের নথি আপার নম্বর দিয়ে সার্চ করলেই বেরিয়ে আসবে৷ এই ব্যবস্থা চালু হলে দেশের ৩০ কোটি স্কুল পড়ুয়ার ব্যক্তিগত শিক্ষা-রেকর্ড শুধু ডিজিটালাইসডই হবে না, এর মাধ্যমে সার্বিক শিক্ষার বিকাশ ও স্কুলছুটের হারও চিহ্নিত করা সম্ভব হবে।
অপার আইডি-র গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে৷ ১৬ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অভিভাবক ও শিক্ষকদের বৈঠকের আয়োজন করতে বলা হয়েছে। আধার আইডিতে অন্তর্ভুক্ত ডেটাই হবে অপার আইডির ভিত্তি। স্কুলের প্রধান শিক্ষকদের একাংশ জানিয়েছেন, ইতিমধ্যেই পোর্টালে অপার আইডি তোলার কাজ হয়ে গিয়েছে। একটি স্কুলের প্রধান শিক্ষকের কথায়, ‘‘আমরা এখনও পড়ুয়াদের আধার কার্ডে নামের ভুল সংশোধন করছি।’’
যদিও শিক্ষা মহলের একাংশ এই অপার-প্রকল্প নিয়ে বেশ কিছু প্রশ্নও তুলেছে। আধার কার্ড ও তথ্যসুরক্ষা নিয়ে যে সব প্রশ্ন রয়েছে, সেই একই প্রশ্ন উঠেছে অপার ক্ষেত্রেও। এই বিশাল তথ্যভান্ডারের সুরক্ষা কতখানি নিশ্চিত করা সম্ভব হবে, তা নিয়ে অনেকেই সন্দিহান। তার উপর এখানে যেহেতু শিশুরা জড়িত, তাই আতঙ্কও বেশি৷