foggy
কলকাতা: আজ বড়দিন৷ রাজ্য তো বটেই দেশদুড়ে উৎসবের মেজাজ। আগের দিন রবিবার থাকায় টানা দু’দিন ছুটি পেয়েছে মানুষ। কিন্তু বড়দিনের সকালেও ঘন কুয়াশায় ঢাকা পড়ল শহর কলকাতা। আগামী কয়েকদিনও কুয়াশা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কুয়াশার চাদরে ঢাকা পড়বে শহরতলীও৷ বছর শেষে সাত সকালে ঘুরতে বেড়িয়ে তাই কুয়াশার কারণে যাতায়াতের সমস্যায় পড়ছেন অনেকেই। আগামী কয়েক দিন কুয়াশার হাত থেকে রেহাই মিলবে না বলেই পূর্বাভাস৷ তবে কলকনে শীতের কামড় থেকে খামিক মুক্তি পাবে বঙ্গবাসী।
রবিবার থেকেই তাপমাত্রা খানিকটা বাড়তে শুরু করেছে৷ আগামী কয়েক দিনেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আরও কিছুটা বেশি৷ গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷