নয়াদিল্লি: আর কিছুদিন পরেই দীপাবলি। তার আগে নয়া আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই আর্থিক প্যাকেজে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বড় ঘোষণা করা হয়েছে ইপিএফ নিয়ে। একই সঙ্গে কর্মসংস্থান নিয়ে ঘোষণা করা হয়েছে এবং আয়কর সংক্রান্ত সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া হয়েছে।
ইপিএফ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, যেসকল কর্মীরা ইপিএফ-এর আওতায় ছিলেন না এবং যারা ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাকরি হারিয়েছেন, তাদের যে সংস্থাগুলি নিয়োগ করবে তারা ‘আত্মনির্ভর রোজগার যোজনা’র সুবিধা পাবে। অন্যদিকে, ১ অক্টোবর থেকে যে সংস্থাগুলি চাকরি হারানো কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করবে, তাদের আগামী দু’বছরের জন্য এই সুবিধা দেওয়া হবে। তবে এসব কর্মীদের জন্য এই সুবিধা দেওয়া হবে না। যেসব কর্মীদের মাসিক বেতন ১৫,০০০ টাকার কম তারাই এই সুবিধা পাবেন। এর পাশাপাশি মোট ১২ টি ক্ষেত্রে একাধিক প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা। এদিন তিনি দাবি করেন, দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে, রিজার্ভ ব্যাংক পূর্বাভাস দিয়েছে ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার বাড়বে। অর্থমন্ত্রী দাবি, দেশের অর্থনীতিকে শক্ত করতে যথেষ্ট পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার।
করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতি আরো ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটা দাবি করেছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। যদিও কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই বলে আসছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরও শক্ত করতে কাজ চালাচ্ছে তারা। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু ভাবনা চিন্তার বিষয় ঘোষণা করা হবে এমনটাই জানা যাচ্ছিল। সেই সংক্রান্ত ঘোষণা এদিন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনাভাইরাস পরিস্থিতির জন্য দেশের অর্থনীতিতে যা ক্ষতি হয়েছে, তার কিছুটা মেরামত করার জন্যই আজ এই ঘোষণা করেন তিনি। এর আগে মে মাসে ‘আত্মনির্ভর ভারত অভিযান’ ১.০, অক্টোবর মাসে ২.০ এবং আজ ৩.০ প্যাকেজের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ইপিএফ সংক্রান্ত ঘোষণার পাশাপাশি তিনি আরো বলেন, নতুন কর্মসংস্থান তৈরি করলে সরকার ভর্তুকি দেবে। সরকার কর্মী এবং সংস্থা উভয়ের ই পিএফ খাতে ১২ শতাংশ টাকা দু’বছর পর্যন্ত দেবে। তবে সে ক্ষেত্রে সংস্থার মোট কর্মী সংখ্যা ১০০০ জন পর্যন্ত হতে হবে।