মঙ্গলবার থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি, বৃহস্পতি পর্যন্ত কোথায় কোথায় ভারী বর্ষণ?

মঙ্গলবার থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি, বৃহস্পতি পর্যন্ত কোথায় কোথায় ভারী বর্ষণ?

কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়লেও, তীব্র বৃষ্টির দাপট দেখা যায়নি এখনও৷ রবিবারও দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে৷ সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া,  হুগলি, কলকাতা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ তবে পূর্ব মেদিনীপুর,  পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কয়েকটি অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস৷ 

অন্যদিকে, সোমবার উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷  মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারী করা হয়েছে৷ এই দুই জেলায় ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ 

বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। সেদিন দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *