ধেয়ে আসছে নিম্নচাপ, দশমী থেকে প্রবল দুর্যোগের আশঙ্কা, নবমীতে বৃষ্টি কোথায় কোথায়?

ধেয়ে আসছে নিম্নচাপ, দশমী থেকে প্রবল দুর্যোগের আশঙ্কা, নবমীতে বৃষ্টি কোথায় কোথায়?

b46ece57e08facba8bdfcda60cb94071

কলকাতা: সাগরে ঘনিয়েছে নিম্নচাপ৷ ক্রমশ শক্তি বাড়িয়ে তা ধেয়ে আসছে সুন্দরবন উপকূলে৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর শেষ লগ্নে তাই দুর্যোগের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ দশমী থেকে দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপটি অন্ধ্র-ওড়িশা উপকূলে এসে রিকার্ভ করবে৷ উপকূল বরাবর এটি এগিয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরের দিকে৷ এই নিম্নচাপের অভিমুখ থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকে৷ এর ফলে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ দশমী ও একাদশী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল। সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

এদিকে, আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ সপ্তমীতেই ঘূর্ণিঝড় ‘তেজ’-এ পরিণত হবে। শনিবারই সাগরে থাকা অতি গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে দক্ষিণ মধ্য আরব সাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও রবিবার শক্তি বাড়িয়ে দিক পরিবর্তন করবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক নেওয়ার পরই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার পর তা আরব সাগর পেরিয়ে ওমানের দিকে এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

নবমীর দিন থেকেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়বে বাংলার উপরে। সোম ও মঙ্গলবার, অর্থৎ নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই দিনহালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে৷ সোমবার বেলার দিকে বা সন্ধের পর হালকা বৃষ্টি হবে। দশমী ও একাদশীর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝিরি বৃষ্টি হবে৷ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বাদশীতেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *