কেরলে থমকে গেল ‘অনন্যা’ ইতিহাস! আচমকা কী এমন ঘটল?

কেরলে থমকে গেল ‘অনন্যা’ ইতিহাস! আচমকা কী এমন ঘটল?

 

তিরুবনন্তপুরম: আগামী ৬ এপ্রিল ১৪০ আসনের কেরল বিধানসভার নির্বাচন৷ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন পেশ করেছিলেন অনন্যা কুমারী অ্যালেক্স৷ এতে অবাক হওয়ার কী আছে! এমন তো কত জনই করে! আসলে চমকটা অন্য জায়গায়৷ দেশের প্রথম রূপান্তরকামী ভোটপ্রার্থী হিসেবে কেরল বিধানসভার যুদ্ধে নাম লিখিয়েছিলেন তিনি৷ কিন্তু ইতিহাস থমকে গেল মাত্র তিন দিন আগে৷ রয়েই গেল ঠোঁট আর চায়ের কাপের দূরত্ব৷ নির্বাচনী প্রক্রিয়া থেকে অনন্যা সরে দাঁড়ানোয় তৈরি হতে হতেও হল না দেশের প্রথম রূপান্তরকামী হিসেবে ভোটে লড়ার অনন্য ইতিহাস৷

কেরলের ভোটে ভেঙ্গারা আসন থেকে ‘ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টি’র হয়ে মনোনয়ন পেশ করেছিলেন অনন্যা কুমারী অ্যালেক্স। কিন্তু দিনবদলের লড়াইটা সম্পূর্ণ করতে পারলেন না তিনি৷ অনন্যা শনিবারই জানিয়ে দিয়েছেন, প্রাণনাশের হুমকি ও কুৎসার মুখে পড়ে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, তাঁর সামনে বাধা এসেছে নিজের দলের অন্দর থেকেই৷ অবাঞ্ছিত সমস্যার মোকাবিলা করতে না-পেরেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তিনি৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যার বিস্ফোরক বয়ান, ‘ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টি’তেই যৌন হেনস্থা, লিঙ্গ বৈষম্য ও লাঞ্ছনার শিকার হতে হওয়ায় সরে দাঁড়াতে হল আমাকে৷’

অনন্যার উপলব্ধি, তাঁকে নিয়ে খেলে আরও বেশি প্রচার পেতে চাইছিল তাঁর দল৷ সেই কারণেই তাঁকে সামনে রেখে সাজিয়েছিল বিভিন্ন রকম ঘুঁটি৷ অনন্যার কথায়, ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলের প্রার্থী সম্পর্কে কুৎসা করার জন্য জোর তো করা হয়েইছিল, তা ছাড়াও প্রচারে বোরখা পরে থাকার জন্য জোর করেছিল৷ অনন্যা এসব না-চাওয়ায় তাঁকে হুমকি দেওয়া হয়৷ বলা হয়, তাঁর কেরিয়ার শেষ করে দেওয়া হবে৷ এই প্রতিবন্ধকতার মুখে পড়েই হতাশ হয়ে পিছু হঠতে বাধ্য হন এই রূপান্তরকামী প্রার্থী৷

উল্লেখ্য, ২৮ বছরের অনন্যা কেরলের প্রথম রেডিও জকি। রেডিও জকির পাশাপাশি সংবাদ পাঠিকা হিসেবেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি৷ কিন্তু অন্যান্য পেশায় সফল হলেও রাজনীতির মাঠ তাঁর জন্য সুখের হল না৷ তাঁর আশা ছিল, ভোটে জিতলে কেরলের রূপান্তরকামীদের সমানাধিকারের জন্য লড়াই করবেন৷ কিন্তু এই তিক্ত অভিজ্ঞতার পর রাজনীতির আঙিনায় আর পা না-রাখারই সিদ্ধান্ত নিয়েছেন অনন্যা৷ অদৃষ্টের এমনই পরিহাস, যে দলের কুৎসার রাজনীতির সঙ্গে তাল মেলাতে না-পেরে তিনি সরে দাঁড়ালেন, সেই দলের নাম ‘ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টি’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 9 =