রাঙা হবে লন্ডনের পথ, প্রথমবার ট্রাফালগার স্কোয়ারে সিঁদুর খেলায় মাতবেন বাঙালিরা

রাঙা হবে লন্ডনের পথ, প্রথমবার ট্রাফালগার স্কোয়ারে সিঁদুর খেলায় মাতবেন বাঙালিরা

sindoo

লন্ডন: বাংলাজুড়ে এখন শুধুই পুজোর আমেজ৷  দেশের অন্যান্য রাজ্যেও মহাসমারোহে পালিত হচ্ছে নবরাত্রি৷ তবে বাংলা কিংবা ভারত নয়, দুর্গা পুজোর রঙ লেগেছে বিদেশেও৷ যেখানে বাঙালি, সেখানেই দুর্গাপুজো৷  আমেরিকা, ব্রিটেন সহ বিভিন্ন দেশে দুর্গা পুজো করা হয়৷ তবে এবার পুজোয় বাঙালির চিরন্তন সিঁদুরখেলার সাক্ষী থাকবে লন্ডনবাসী।  নেপথ্যে দীপ্তি জৈন৷ যিনি ব্রিটেনের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাস্কটে ‘শাড়ি অন লেডিজ ডে’র আয়োজন করে নজর কেড়েছিলেন। এবার পুজোয় মধ্য লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কোয়ারে প্রায় দেড়শো মহিলাকে নিয়ে সিঁদুরখেলার আয়োজন করেছেন দীপ্তি। সিঁদুর রাঙা সেই সন্ধ্যায় উপস্থিত থাকবেন লন্ডনের মেয়রও। বাংলার প্রথমসারির এক সংবাদমাধ্যমকে দীপ্তি জানিয়েছেন, এই অনুষ্ঠানের জন্য মহিলারা লাল পাড়-সাদা শাড়ি বেছে নিয়েছেন৷ এছাড়াও অন্যান্য উপকরণও কেনা হয়েছে গ্রামীণ বাংলার তাঁতি ও শিল্পীদের কাছ থেকে।

টেমসের পাড়েও জমে উঠছে দুর্গোৎসব৷ মহালয়ার শুভক্ষণেই সে মুলুকে ঢাকে কাঠি পড়ে গিয়েছে৷ এবার ব্রিটেনে একাধিক পুজোই ‘মাইলস্টোন’ বছর উদযাপন করছে। এই তালিকায় রয়েছে লন্ডন দুর্গোৎসব কমিটির পুজো৷ এবার তাদের পুজো ৬০ বছরে পা দিল। এই পুজো ক্যামডেন পুজো হিসেবেই বেশি পরিচিত৷ ফি বছর এই পুজোয় হাজির হন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি লক্ষ্মী মিত্তল। আবার বার্মিংহামের ওয়ালসালে মিডল্যান্ড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পুজোও এবার ৫৫ বছরে পা দিয়েছে। পাশাপাশি গোল্ডেন জুবিলি বর্ষ পালন করছে কার্ডিফের সর্বজনীন দুর্গোৎসব৷  ইতিহাস গড়ে এবার প্রথম মহিলা পুরোহিতের হাতে পুজোর দায়িত্ব সঁপেছেন। আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এবারের পুজোয়৷ আয়ারল্যান্ড দুর্গোৎসব কমিটি এবছর মহালয়ার তর্পণের আয়োজন করেছিল, যা সম্ভবত এশীয় উপমহাদেশের বাইরে প্রথম৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *