সোমে সংসদের প্রথম দিন থেকেই এককাট্টা বিরোধীরা, সংবিধানের কপি হাতে দাঁড়াবেন তৃণমূল সাংসদরা

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের পর সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিন থেকেই এককাট্টা বিরোধীরা। নিট বিতর্ক থেকে প্রোটেম স্পিকার তরজা, একাধিক ইস্যুতে সরকারকে…

parlianent new

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের পর সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিন থেকেই এককাট্টা বিরোধীরা। নিট বিতর্ক থেকে প্রোটেম স্পিকার তরজা, একাধিক ইস্যুতে সরকারকে চাপে ফেলতে মরিয়া বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।

অষ্টাদশ সংসদের প্রথম অধিবেশন থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যাবে বিরোধীদের৷ আগামী তিন দিন নতুন সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান চললেও, চুপ থাকতে নারাজ কংগ্রেস-তৃণমূল-এনসিপি সব বিরোধী জোটের নেতারা৷

ইন্ডিয়া জোটের সাংসদদরা সোমবার সকাল সাড়ে নটা নাগাদ সংসদে প্রবেশ করেন একটি করে সংবিধানের কপি হাতে। তাঁদের দাবি, কংগ্রেসের কে সুরেশ সবচেয়ে প্রবীণ এবং দীর্ঘ সময়ের সাংসদ হওয়া সত্ত্বেও তাঁকে প্রোটেম স্পিকারের পদ দেওয়া হয়নি। সোমবার সম্মিলিত ভাবে এই ইস্যুতে সুর চড়াবেন তাঁরা৷ সংসদের প্রথম দিনেই ডেপুটি স্পিকার পদের দাবি জানাবে বিরোধী শিবির৷ উল্লেখ্য, গত অধিবেশনে ডেপুটি স্পিকারের পদ ফাঁকাই ছিল৷ প্রথা অনুযায়ী, ওই পদটি পায় বিরোধীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *