কলকাতা: কলকাতা: গুটি গুটি পায়ে চাঁদের পথে এগিয়ে চলেছে চন্দ্রযান ৩। শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে সে৷ প্রতিমুহূর্ত উদ্বেগে কাটাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা৷ কারণ, এই সময়টা অত্যন্ত সংবেদনশীল৷ চাঁদের চারপাশে ঘুরতে ঘুরতে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ তবে এরই মধ্যে রবিবার রাতে এল সুখবর৷ চাঁদকে খুব কাছ থেকে দেখল চন্দ্রযান-৩৷ শুধু নিজেই দেখল না, চাঁদের ছবি তুলেও পাঠাল সে৷ সেই ছবি প্রকাশ করল ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)৷ আবেগে ভাসছে গোটা দেশ৷
রবিবার রাতে চন্দ্রযান ৩ যে ৪৫ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে ক্রমশ বড় হয়ে যাচ্ছে চাঁদ। তবে রংটা সাদা বা হলদেটে নয়, বরং কিছুটা নীলাভ-সবুজ। ওই ভিডিয়োতে চাঁদের গায়ে থাকা গর্তগুলি স্পষ্ট ধরা পড়েছে। যেহেতু চাঁদের চারপাশে পাক খাচ্ছে চন্দ্রযান-৩, তাই পৃথিবীর একমাত্র উপগ্রহের পাশের অন্ধকার অংশও ধরা পড়েছে৷
চাঁদের ছবি-সহ ওই ভিডিয়ো পোস্ট করে ইসরো টুইটে লিখেছে, ‘মহাকাশযান চন্দ্রযান ৩-এর চোখে দেখা চাঁদ। ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে ঢোকার সময় তোলা ছবি’। শনিবার সন্ধে ৭টা বেজে ১২ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। সেই সময়ই ওই ছবি তোলা হয় বলে ইসরোর তরফে জানানো হয়েছে।
The Moon, as viewed by #Chandrayaan3 spacecraft during Lunar Orbit Insertion (LOI) on August 5, 2023.#ISRO pic.twitter.com/xQtVyLTu0c
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 6, 2023
ইসরো আগেই জানিয়েছিল, ৫ থেকে ২৩ বা ২৪ অগাস্ট পর্যন্ত এই সময়টাতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে চন্দ্রযানকে। কারণ এই সময় চাঁদের অভিকর্ষজ টান সহ্য করেই পৃথিবীর আত্মজার দিকে এগিয়ে যেতে হবে তৃতীয় চন্দ্রযানকে৷ সেটা করতে পারলেই সাফল্যের অনেকটা সিঁড়ি অতিক্রম করে ফেলবে ভারতের মহাকাশযান। আর কোনও কারণে সেটা সম্ভব না হলে, চাঁদের উপর মুখ থুবড়ে পড়বে চন্দ্রযান৷ নয়তো চাঁদের পাশ দিয়ে ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে।
শনিবার চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে ঢুকে পড়ার পর ইসরোর তরফে টুইটে জানানো হয়েছিল, ‘‘চাঁদের মাধ্যাকর্ষণ অনুভব করছে চন্দ্রযান। চাঁদের কক্ষপথে সফল ভাবে ঢুকে পড়েছে চন্দ্রযান-৩। বেঙ্গালুরু মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) ISTRAC থেকে এই মিশন সফল হয়েছে। পরবর্তী অপারেশন – কক্ষপথ হ্রাস ৬ অগাস্ট ২০২৩ রাত ১১টায়।”
চন্দ্রযান-৩ মহাকাশযানে একটি প্রোপালসন মডিউল ল্যান্ডার ‘বিক্রম’কে বয়ে নিয়ে চলেছে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমে অবতরণ করবে ল্যান্ডার ‘বিক্রম’। পালকের মতো ভাসতে ভাসতে চাঁদের মাটি স্পর্শ করতে হবে তাকে। তার পর ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হেবে রোভার ‘প্রজ্ঞান’। এক চন্দ্রদিবসের জন্য চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে সেটি। চালাবে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষ নিরীক্ষা৷ চাঁদের পিঠে ভারতের পতাকা ওড়ানোর আগেই ছবি পাঠানো শুরু করল চন্দ্রযান ৩৷ যা দেখে রোমাঞ্চিত গোটা দেশ৷