first class
কলকাতা: পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে চালু হচ্ছে প্রথম শ্রেণির কামরা৷ যদিও বেশ কিছুদিন আগেই এই পরিকল্পনার কথা জানিয়েছিল রেল। বলা হয়েছিল, শিয়ালদহ-রানাঘাট রুটের মাতৃভূমি লোকালে পাইলট প্রকল্প হিসেবে প্রথম শ্রেণির কামরা চালু করা হবে৷ কথা ছিল, পুজোর আগেই সেই ব্যবস্থা চালু হয়ে যাবে৷ কিন্তু তা সম্ভব হয়নি৷ কিছুটা সময় নিলেও এ বার একেবারে তিন-তিনটি রুটে ওই সুবিধা চালু করতে চলেছে শিয়ালদহ ডিভিশন। ইতিমধ্যেই এই মর্মে পূর্ব রেলের সদর দফতর থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে৷ কিন্তু প্রথম শ্রেণির কামরায় সওয়ারির জন্য বেশ মোটা অঙ্কের টিকিট লাগবে বলে জানা গিয়েছিল৷ সেই জায়গা থেকে কিছুটা সরে এসেছে রেল৷ যাত্রীদের কাছে প্রথম শ্রেণির কামরার আকর্ষণ বাড়াতে ভাড়ার হার বেশ খানিকটা কমিয়ে নতুন ভাড়া ধার্য করা হয়েছে। (First-Class)
শিয়ালদহ ডিভিশনে যে ছ’জোড়া মাতৃভূমি লোকাল চলে তার মধ্যে তিনটিতে থাকবে প্রথম শ্রেণির কামরা৷ ৩১০০১ এবং ৩১০০২ রুটের শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১২৩০ এবং ৩১২৩১ রুটের শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল এবং ৩১৪২৩ ও ৩১৪৩২ রুটের শিয়ালদহ-নৈহাটি লোকালে প্রথম শ্রেণির কামরা যোগ করা হবে৷ কবে থেকে এই পরিষেবা চালু হবে, তা এখনও নিশ্চিত নয়৷ তবে সাধারণ কামরায় শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটার দূরত্ব পাড় করতে খরচ হয় মাত্র ২০ টাকা। প্রথম শ্রেণির কামরায় একই দূরত্বের জন্য খরচ হবে ১১০ টাকা। অন্যদিকে, সাধারণ কামরায় যেখানে মাসিক টিকিটের জন্য খরচ হয় ৩৫৫ টাকা, সেখানে প্রথম শ্রেণিতে ওই ভাড়া পড়বে মাসিক ১২৭০ টাকা।