দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত রেল টার্মিনাল চালু হতে চলেছে বেঙ্গালুরুতে

দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত রেল টার্মিনাল চালু হতে চলেছে বেঙ্গালুরুতে

 
বেঙ্গালুরু : দিন কয়েক আগেই জীবনযাত্রার গুনগত মান বিচার করে দেশের মধ্যে সেরার তকমা পেয়েছে বেঙ্গালুরু। এবার তার ঝুলিতে আরও এক চমক৷ বেঙ্গালুরুতেই তৈরি হয়েছে দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত রেল টার্মিনাল৷ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, করোনা পরিস্থিতি না হলে হয়তো ফেব্রুয়ারি মাসেই এই টার্মিনালের দরজা খুলে যেত সাধারণের জন্য৷ প্রায় ৩১৪ কোটি টাকা খরচ করে তৈরি সেই টার্মিনালটি দিন কয়েকের মধ্য়ে উদ্বোধন করা হবে৷

পীযূষ গোয়েল টুইট করে আরও জানান, ‘বিখ্য়াত সিভিল ইঞ্জিনিয়ার ভারতরত্ন  এম বিশ্বেসভারইয়ার নামে বেঙ্গালুরুর নতুন টার্মিনালের নামকরণ করা হয়েছে৷ ওই টার্মিনালের দুয়ার খুব তাড়াতাড়ি  সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে৷’ ওই টার্মিনালটি তৈরি করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্য়ক এক্সপ্রেস ট্রেন বেঙ্গালুরুর সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ স্থাপন করতে পারে৷ এই টার্মিনালটি চালু করা হলে বেঙ্গালুরু থেকে আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন চালানো সম্ভব হবে ৷ এর সঙ্গে যাত্রীরা বিশ্বমানের সুবিধাও পাবেন ৷ এখানেই শেষ নয়, রেলের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, এই টার্মিনালটি বিমানবন্দরের মতো সুসজ্জিত হবে  এবং যাত্রীরা এখানে বিমানবন্দরের মতো সব ধরনের সুবিধা পাবেন৷

নতুন টার্মিনালটি বাইয়াপান্নালিতে তৈরি করা হয়েছে ৷ ২০১৫-১৬ সালে বাইয়াপান্নালিতে ওই রেলওয়ে টার্মিনালটি তৈরি করার জন্য় প্রস্তাব পাশ হয় ৷ ৪,২০০ স্কোয়ার মিটার জায়গাজুড়ে তৈরি টার্মিনালটি দিয়ে প্রতিদিন ৫০,০০০ যাত্রী যাতায়াত করতে পারবেন৷ প্রথমে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে টার্মিনালটি চালু করার কথা হলেও, পরে বর্তমান করোনা পরিস্থিতির জন্য় সেটি স্থগিত রাখা হয় ৷ খুব তাড়াতাড়িই টার্মিনালটি চালু করে দেওয়া হবে৷

উল্লেখ্য, এক মিলিয়নের বেশি লোকসংখ্যা রয়েছে এমন ৪৯টি শহরের মধ্যে একটি সার্ভে করা হয়৷ লকডাউনের আগে পর্যন্ত করা সার্ভে রিপোর্টের ভিত্তিতে যে তালিকা প্রস্তুত করা হয়, তাতে বেঙ্গালুরুই ছিল প্রথম স্থানে৷ এবার  বেঙ্গালুরু আরও একধাপ এগিয়ে গেল প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত রেল টার্মিনাল হওয়ায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *