দুয়ারে সরকার নিয়ে বিদ্রুপ! গেরুয়া শিবিরকে তুলোধোনা করলেন ফিরহাদ হাকিম

দুয়ারে সরকার নিয়ে বিদ্রুপ! গেরুয়া শিবিরকে তুলোধোনা করলেন ফিরহাদ হাকিম

কলকাতা:  দুয়ারে সরকার নিয়ে বিরোধীদের বিদ্রুপের জবাব দিলেন ফিরহাদ হাকিম৷ এদিন চেতলা বয়েজ স্কুলে ‘দুয়ারের সরকারে’র ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিরোধী শিবিরকে একহাত তিনি তিনি বলেন, বিজেপি’র পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই দুয়ারে সরকার নিয়ে কটাক্ষ করছে। তৃণমূল সরকারের আগে কোনও সরকার এমন কাজ করেনি৷ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন জনহিতকর কাজ করেছেন৷ তাই বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে। 

আরও পড়ুন- দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে দুর্ঘটনা এড়াতে বিশেষ ভাবনা 

এদিন ফিরহাদ হাকিম আরও বলেন, বিজেপি’র মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। সেই জন্যেই তৃণমূলের কাজকে কটাক্ষ করছে৷ পাশাপাশি এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও একহাত নেন ফিরহাদ৷ তিনি বলেন, লক্ষীর ভান্ডার এমন এক প্রকল্প, যা থেকে বাংলার মহিলারা উপকৃত হচ্ছেন। কিন্তু বিজেপি তা সহ্য করতে পারছে না। প্রসঙ্গত এর আগে দিলীপ বলেছিলেন, দুয়ারে সরকারে মানুষ লাইন দিচ্ছেন। অনেকে পদপৃষ্ট হয়ে মারা গিয়েছেন৷ লাইনে দাঁড়াতে এসে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। 

এদিন ববি হাকিমের মুখে উঠে আসে বিশ্বভারতীর প্রসঙ্গও৷ তিনি বলেন, বিশ্বভারতীকে রাজনীতির আখড়া করে তুলেছে বিজেপি। তারাই শিক্ষাঙ্গনকে রাজনীতির পীঠস্থান করে তুলেছে। গত ১১ বছরের বিশ্বভারতীতে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি। বিজেপি এমন সব লোকজন নিয়ে আসছে যার ফলে সেখানে রাজনীতির হস্তক্ষেপ হচ্ছে৷

আরও পড়ুন- আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজেপি কর্মী, রাজনৈতিক চাপানউতোর 

অন্যদিকে উপ নির্বাচন নিয়েও বিরোধীদের বক্তব্যের জবাব দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের সময় ৮ দফায় ভোট করা হল কেন? ভোটের আগে সপ্তাহে সপ্তাহে নরেন্দ্র মোদী, অমিত শাহ পাড়ায় পাড়ায় এসে মিটিং মিছিল করেছেন। সেই সময় করোনার প্রকোপ ছড়ায়নি? সেই সময় বাংলায় ৩০০০০ গড়ে করোনার সংক্রমণ ছিল। তাই এখন যখন উপনির্বাচনের কথা হচ্ছে এবং যেখানে করোনা বিধি মেনে উপনির্বাচন করার কথা হচ্ছে। তখন বিরোধী শিবিরের কেন এত সমস্যা হচ্ছে কেন? আসলে বিজেপি ভয় পেয়েছে। তারা আর নিজের স্থানে ফিরে আসতে পারবে না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =