‘আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না’, গলা ধরে এল ফিরহাদের

‘আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না’, গলা ধরে এল ফিরহাদের

কলকাতা:  দিনভর চরম উত্তেজনার পর রাতে চূড়ান্ত ক্লাইম্যাক্স৷ গ্রেফতারের পর জামিন পেয়েও তাতে স্থগিতাদেশের পর মধ্যরাতে নিজাম প্যালেস থেকে চার নেতামন্ত্রীকে নিয়ে আসা হয় কলকাতা প্রেসিডেন্সি জেলে৷ দিনভর উত্তেজনার পর কান্নায় ভেঙে পড়লেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় তাঁর গলায় ঝরে পড়ে আক্ষেপের সুর৷ তিনি বলেন, ‘‘আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না৷’’

আরও পড়ুন- জেলে পৌঁছেই অসুস্থ মদন-শোভন, ভর্তি SSKM-এ

সোমবার সকালে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দেয় সিবিআই৷ সেই সময় গোটা বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী৷ এর পর তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে৷ সারা দিন নাটকের পর তাঁকে গ্রেফতার করা হয়৷ সন্ধ্যায় জামিনও পেয়ে যান৷ কিন্তু পরে জামিনের রায়ে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ পাশাপাশি জামিনের আবেদন খারিজ হয়ে যায় সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়েরও৷ গতকাল রাত ১টা ১৫ নাগাদ যখন তাঁদের প্রেসিডেন্সিতে নিয়ে যাওয়া হয়, তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগ চেপে রাখতে পারলেন না ফিরহাদ৷ 

তিনি বলেন, ‘‘দেশের বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে৷ আমি আইনি পথে লড়েই মুক্ত পাব৷ বিজেপি সিআইডি-ইডি সব কিনে নিতে পারে৷ এর পর হয়তো ইডি-কে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করাবে৷ হেনস্থা করা হবে৷ কিন্তু বিচার ব্যবস্থা অন্যায় মেনে নেবে না৷ বিচার ব্যবস্থার মাধ্যমেই ন্যায় বিচার পাব৷’’ এই কথা বলার পরেই কান্নায় ভেঙে পড়েন ববি হাকিম৷ তিনি বলেন, ‘‘আমাকে কলকাতার করোনা পরিস্থিতি সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল৷ কিন্তপ আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না৷’’    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =